×
Entertainment

বিয়ের দু-বছর যেতে না যেতেই ভাঙতে চলেছে নিক-প্রিয়াঙ্কার সুখের সংসার!

এইতো কয়েকদিন আগের কথা বিয়ে হলো ওদের। এরই মধ্যে দেখতে দেখতে দুই বছর পূর্ণ হলো ওদের দাম্পত্য জীবন। কয়েকদিন আগেই গেছে বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে স্ত্রী প্রিয়াঙ্কার ছবি পোস্ট করে ভালোবাসা প্রকাশও করেছিলেন ওইদিন নিক। তবে কি এমন হলো যে হঠাৎ তাঁদের সংসার ভাঙনের মুখে।

২০১৮ সালে বিয়ে হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের। এজ জাস্ট আ নম্বর তার প্রমাণ করেছেন এই দম্পতি বলতে পারেন। আজ থেকে দুই বছর আগে নিজের থেকে ১০ বছরের বড়ো প্রিয়াঙ্কা চোপড়ার গলায় মালা দেন নিক। তখন তাঁদের এই বয়সের ব্যবধানকে বিষয় করে ট্রোল করা হয় তাঁদের। তৈরি করা হয় কত মিম। তবে সেসব কিছুকে উপেক্ষা করে নিকের সাথে সংসারে মত্ত হয় প্রিয়াঙ্কা।

ADVERTISEMENT

সমালোচক দের সমালোচনার ভিড় যদিও কখনোই আটকাতে পারেনি প্রিয়াঙ্কাকে। তিনি তাঁর যেকোনো কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে এসেছেন বরাবরই। তবে হঠাৎ কি এমন হলো যে প্রিয়াঙ্কার সুখের সংসারে লাগলো ভাঙনের চির। বয়সের ব্যবধান থাকলেও এতদিন তো তাঁদের মধ্যে কোনো বিবাদ হতে দেখা যায়নি। তাঁরা এতটাই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন যে অনেকে তাঁদের প্রেম দেখে হিংসে করতো। তাহলে প্রিয়াঙ্কা হঠাৎ কি কারণে রেগে গেল নিকের উপর। নিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনা সম্প্রতি এসেছে জনসম্মুখে এবং এই নিয়ে আলোচনার ঝড় উঠেছে সবার মধ্যে যে প্রিয়াঙ্কা নিকের সংসারে বুঝি ফাটল ধরেছে।

আসলে এমনটা কিছুই না। তাঁদের ব্যক্তিগত জীবনে সব ঠিক আছে। একইরকভাবে সুখে সংসার করছেন তাঁরা। সম্প্রতি প্রিয়াঙ্কা একটি নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন। ‘টেক্স্ট ফর ইউ’ নামে ওই সিনেমাতেই প্রিয়াঙ্কার পাশে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিককে। আর ওই ছবির শুটিংয়ের সুবাদেই কপোত কপোতীর মধ্যেকার বিবাদের সিন তুলে ধরা হয়েছে। সেখানেই বিবাদের পর প্রিয়াঙ্কার গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় নিককে। যা দেখেই শুরু হয় জল্পনা।

ADVERTISEMENT

Related Articles