ডায়পার বদল থেকে আদর করে খাওয়ানো, চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী পূজা
কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কুনাল ঘরণী জন্ম দেয় এক ফুটফুটে পুত্র সন্তানের। আর তারপর থেকেই তাকে নিয়ে আনন্দে মেতে রয়েছেন এই দম্পতি।
পুত্রের সঙ্গে বিভিন্ন ফটো তুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এই দম্পতি। তবে এখনও ছেলের মুখ প্রকাশ্যে আনেনি তারা। সমসময়ই কোনো না কোনো ইমোজিতে ঢেকে দিচ্ছে সন্তানের মুখ।
অন্য বাবা মায়ের মতোই সন্তানের ডায়পার বদলানো থেকে শুরু করে বারে বারে তাকে খাওয়ানো বা তার খেয়াল রাখা সবকিছুই চুটিয়ে উপভোগ করছে তারা। এমনকি কুনাল এবং পূজা দুজনেই মনে করেন যে, এই ছেলেই তাদের ভালোবাসার এক অঙ্গ।
সম্প্রতি পূজা বন্দ্যোপাধ্যায় তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ফটো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে যে, তাদের সন্তান যেভাবে হাত মুঠো করে রেখেছেন তারাও তার পাশে ঠিক সেভাবেই হাত মুঠো করে রেখেছেন।
তবে, এবারেও ছেলের মুখ প্রকাশ্যে আনেনি তারা। তবে, তাদের সন্তানের মুখ দেখতে সকলেই উৎসুক। কিন্তু, কবে তার তাদের সন্তানের মুখ প্রকাশ্যে আনবেন তা কিছুই জানা যায়নি। তবে, সব মিলিয়ে সন্তানকে নিয়ে মাতৃত্ব দারুন ভাবে উপভোগ করছেন অভিনেত্রী।