Entertainment

এবার বড়পর্দায় সকলের প্রিয় ‘বেহুলা’, বিপরীতে থাকছেন বং ক্রাশ অনির্বাণ ভট্টাচার্য

Advertisement
Advertisements

বাংলা টেলিভিশন (Television) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পায়েল দে (Payel De)। দীর্ঘ ১৬ বছর তিনি কাজ করেছেন ছোট পর্দায়। কখনও ‘বেহুলা’ কখনও ‘বধূ কোন আলো লাগল চোখে’ র মতো বেশ কয়েকটি সিরিয়াল (Serial) দিয়ে মন জয় করে নেন দর্শকদের। বর্তমানে তাঁকে স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে দেখা যাচ্ছে। তবে, এত বছর ছোট পর্দায় কাজ করার পর এবার পালা বড় পর্দায় কাজ করার।

 

 

View this post on Instagram

 

A post shared by Payel De (@de.payel)

 

সম্প্রতি তেমনই খবর শোনা যাচ্ছে। জানা যাচ্ছে যে, বং ক্রাশ অনির্বান ভট্টাচার্যর (Anirban Bhattacharya) বিপরীতে দেখা যাবে তাঁকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে, বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) তাঁকে একদিন ফোন করে। আর সেই ফোনেই নাকি তাঁর ঘুম ভাঙে। আর তারপরই নাকি বলেন যে, ‘আমার ছবিতে তুই অভিনয় করছিস। বিপরীতে অনির্বান’। এই কথা শোনা মাত্রই আনন্দে লাফিয়ে উঠেছিলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Payel De (@de.payel)

 

তারপর নাকি বিরসা দাসগুপ্তকে (Birsha Dashgupta) প্রশ্নও করেন কোন অনির্বান। তার উত্তরে আসে ‘অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya) । আর কিছু বলতে হবে?’। রীতিমতো আনন্দে লাফিয়ে ওঠেন অভিনেত্রী। ভেঙ্কটেশ ফিল্মস এর সাসপেন্স থ্রিলার ‘মুখোশ’ ছবিতে দেখা যাবে অনির্বান ও পায়েল (Anirban-Payel) জুটিকে। আগামী ১৯ তারিখ মুক্তি পাবে ‘মুখোশ’। এই ছবিতে তাঁর ক্যারেক্টার প্রসঙ্গে পায়েল বলেন যে, ‘আমার চরিত্রটা গল্পের অনুঘটকের মতো। এর বেশি জন্যে হলে ছবিটি দেখতে হবে’। সম্প্রতি অভিনেত্রীর (Actress) এই বড়পর্দায় কাজের কথাই প্রকাশ্যে এসেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Payel De (@de.payel)