Advertisement
Entertainment

স্বল্প পোশাকে সুপার হট নুসরত! রমজান মাসে সাহসীকতার সীমা ছড়িয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী

Advertisement
Advertisements

‛পবিত্র রমজান মাসে এই ছবিগুলো না দিলেই কি নয়’! খোলামেলা পোশাকে নুসরতের ছবি দেখে কটাক্ষ নেটিজেনদের। দুই বাংলার অতি পরিচিত মুখ হল নুসরত ফারিয়া (Nusrat Faria)। মূলত তিনি একজন বাংলাদেশী অভিনেত্রী। কিন্তু তারপরেও এই বাংলার প্রথম সারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর তাদের তালিকায় রয়েছে অঙ্কুশ, যশের মতো নামজাদা সব নায়ক। তবে, শুধু অভিনয় নয় তার নাচের কারণেও তিনি থাকেন চর্চায়।

স্বল্প পোশাকে সুপার হট নুসরত! রমজান মাসে সাহসীকতার সীমা ছড়িয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী

Advertisements

আগামী মাসে ঈদ উপলক্ষে নুসরত ফারিয়ার নতুন গানের ভিডিও ‛বুঝি না তো তাই’ মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই গানের ঝলক এসেছে প্রকাশ্যে। একেবারে হট লুকে সাহসী পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। যা দেখে ঘাম ছুটছে নেটিজেনদের একাংশের। তার এই হট লুকে পুরুষদের যে রাতের ঘুম উড়বে তা নিঃসন্দেহেই বলা যায়।

Advertisements

স্বল্প পোশাকে সুপার হট নুসরত! রমজান মাসে সাহসীকতার সীমা ছড়িয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী

নুসরতের পরণে রয়েছে নীল রঙের ভিপ নেক কাটিং সুইম শ্যুট। পোশাকের ফাঁকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, কোমরে জড়ানো রয়েছে ফ্লোরাল প্রিন্টেড রাপার। যার ফাঁকা দিয়ে বেরিয়ে আসছে বাম উরুর ট্যাটু। ছবি শেয়ার করে নুসরত ক্যাপশনে খানিকটা মজা করেই লিখেছেন যে, ‛আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। কিন্তু আমার ব্যক্তিত্ব ৬ ফুট ১ ইঞ্চি।

তবে, নুসরতের এই খোলামেলা ছবি দেখে বেজায় চটেছেন কিছু নেটিজেন। কেউ লিখেছেন ‛পবিত্র রমজান মাসে এই ছবিগুলো না দিলেই কি নয়!’ আবার কেউ লিখেছেন ‛একটু বেহায়া হলে দুনিয়াতে সেলিব্রেটি হওয়া যায়। এবার আপনি সিদ্ধান্ত নিন কোন পথে এগোতে চান’। যদিও এর আগেও পোশাকের কারণে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। তবে, সেসব নিয়ে কোনোদিনই মাথা ঘামান না নুসরত।