Entertainment

ক্যামেরার সামনে জিতুকে একের পর এক লাথি মারলেন নবনীতা! দেখুন ভিডিও

Advertisement

একি কান্ড! ক্যামেরার সামনেই জিতুকে (Jeetu Kamal) একেরপর এক লাথি দিল নবনীতা (Nabanita Das)! মুহূর্তে ভাইরাল ভিডিও। ভিডিও দেখে কটাক্ষ নেটিজেনদের। টেলিপাড়ার দুই জনপ্রিয় তারকা দম্পতি হলেন জিতু-নবনীতা। তাঁদের জনপ্রিয়তা নিয়ে আশাকরি নতুন করে বলার অপেক্ষা রাখে না। জি বাংলার (Zee Bangla) ‘রাগে অনুরাগে’ সিরিয়াল দিয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন জিতু।

 

View this post on Instagram

 

A post shared by jeetu🇮🇳(J.K) (@jeetu_kamal)

যদিও তার আগে বেশ অনেকদিন কাজ করেছেন ক্যামেরার পিছনে। আর তারপরই অভিনেতা হয়ে পা রাখেন পর্দায়। অন্যদিকে জি বাংলারই জনপ্রিয় সিরিয়াল ‘দ্বীপ জেলে যাই’-তে দ্বিয়া চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন নবনীতা (Nabanita)। আর তারপরই আস্তে আস্তে পরিচিতি পেতে শুরু করেন। এমনকি মা তারার চরিত্রেও তার অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by jeetu🇮🇳(J.K) (@jeetu_kamal)

২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। এরপর থেকে কেরিয়ার ও সংসার দুই সমান তালে সামলে চলেছেন তারা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ জিতু-নবনীতা। সম্প্রতি জিতু নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, জিতু বসে ফোন ঘাটছেন। আর ওদিকে নবনীতা তাকে লাথি মেরে পড়তে বসার কথা বলছেন।

 

View this post on Instagram

 

A post shared by jeetu🇮🇳(J.K) (@jeetu_kamal)

যদিও তাতে একেবারেই ভ্রূক্ষেপ নেই জিতুর। তার বক্তব্য সে ১৫ মিনিট রিল দেখবে তারপরই পড়তে বসবে। আসলে মজার ছলেই তারা এই রিল ভিডিওটি বানিয়েছেন। তবে, জিতুর গায়ে নবনীতার এই পা দেওয়া একেবারেই ভালো চোখে দেখেননি নেটিজেনরা। কেউ লিখেছেন ‛ছিঃ কি শিক্ষা, এই জন্য তো এই দুর্গতি কলিযুগের’। আবার কেউ লিখেছেন ‛স্বামীকে এমন পা দেওয়া ঠিক না’। আবার কেউ মজা করে লিখেছেন যে, ‛নবনীতা দির মধ্যে এখনও তারা মায়ের ভর কাটেনি’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল জিতু-নবনীতার এই ভিডিও।