×
Entertainment

লাল শাড়িতে উন্মুক্ত পিঠ! শীতের মরশুমে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মনামী, রইল ছবি

মনামী ঘোষ (Monami Ghosh) দীর্ঘদিন ধরে অভিনয় করছেন টলিউডে। প্রথম জীবনে তিনি সিরিয়াল দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। এখনো একইসাথে টিভি ও সিনেমায় তাঁকে দেখা যায়। এছাড়াও নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ ভালোরকম এক্টিভ থাকেন। সম্প্রতি কয়েকটি ছবি দিয়ে আলোড়ন তুলেছেন তিনি।

অভিনেত্রী হিসেবে মূলত পরিচিত হলেও তিনি ট্রাভেল ব্লগার। এছাড়া ডান্স কোরিওগ্রাফার হিসেবেও তাঁর পরিচিতি তৈরি হয়েছে। স্টার জলসার (Star Jalsa) রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে বিচারকের ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে। মনামী বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে শিবপ্রসাদ (Shibprsad) এবং নন্দিতা (Nandita Ray) পরিচালিত “বেলাশেষে”, ‘বেলাশুরু’ ইত্যাদির নাম করা যায়। বিভিন্ন ধরনের সিরিয়ালেও তিনি কাজ করেন।

মনামী ইন্সটাগ্রাম (Instagram) একাউন্ট থেকে যে ছবি শেয়ার করেছেন তা মুহূর্তে ভাইরাল হয়েছে। ক্যাপশনে মনামী লিখেছেন, ‘আজ রাত ৯.৩০-এ স্টার জলসায় দেখা হচ্ছে’। অর্থাৎ এই পোশাকেই সম্ভবত তাঁকে পরের এপিসোডে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে দেখা যাবে। ছবিতে মনামী টকটকে লাল রংয়ের একটি স্টাইলিশ শাড়ি পরেছিলেন। তার সঙ্গে ব্যাকলেস স্লিভলেস ব্লাউজ,হালকা মেকআপ, ম্যাচিং লিপস্টিক, ম্যাচিং কানের দুল ছিল। তাঁর সুন্দর কোমর অনেকটা দেখা যাচ্ছিল। ব্লাউজ ব্যাকলেস হওয়ায় মনামীর পিঠ প্রায় পুরোটা দেখা যাচ্ছে। এই সুন্দর পোশাক তাঁকে খুবই মানিয়েছে।

কমেন্টবক্সে নেটিজেনরা মনামীর সৌন্দর্যের অনেক প্রশংসা করেছেন। কেউ বলছেন এই সৌন্দর্য দেখে তাঁর মারা যাওয়ার অবস্থা হয়েছে। কেউ বলছেন এতদিন কাজ করার পরেও কিভাবে এত যৌবন ধরে রেখেছেন মনামী। বোঝাই যাচ্ছে ভক্তরা ঘায়েল হয়েছেন তাঁর রূপে।