×
EntertainmentViral Video

স্বামীর সাথে অন্তরঙ্গ নেচে নেটদুনিয়ায় ঝড় তুললেন মোনালিসা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি ৩৮ এ পা দিয়েছেন সকলের প্রিয় ঝুমা বৌদি। অবশ্য তার আসল নাম অন্তরা বিশ্বাস। বাংলা সিনে জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মোনালিসা। দিনে দুপুরে ঠাকুরপো দের বুকে নেশা ধরানো তার যেন বাঁ হাতকে খেল। ইন্সট্রাগ্রামেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

বেশ কয়েক বছর আগে সঙ্গীত বাংলায় অনুষ্ঠিত হওয়া হাওড়া ব্রিজ নামক গানের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তাকে দেখা যায়। তবে, বাংলাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি এই বাঙালি তনয়া। তবে, তাই বলে তিনি কিন্তু থেকে থাকেনি।

ADVERTISEMENT

বাংলার পাশাপাশি হিন্দি এবং ভোজপুরিতেও অসামান্য অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। তবে, ঝুমা বৌদি ওরফে মোনালিসা যুবকদের বুকে ঝড় তুলেছিল দুপুর ঠাকুরপো সিজন ২ এ অভিনয় করে।

সম্প্রতি তিনি তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেখানে তাঁকে এবং তাঁর স্বামীকে একসঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর স্বামী তাকে গানের মাধ্যমে বলছেন “আরে ও মোনালিসা, চালেগা আইসা ক্যাসা”।

বেশ দুস্টু মিষ্টি ভিডিও দিয়ে নেটিজেনদের কুপোকাত করেছে এই জুটি। তাঁদের দুজনের এক্সপ্রেশন রীতিমত নজর কেড়েছে সবার। মোনালিসার পরনে রয়েছে একটা সবুজ রঙের টপ ও একটি হট প্যান্ট এবং তাঁর বরের পরনে রয়েছে একটি সাদা রঙের স্লীপলেস টি শার্ট ও জিন্সের প্যান্ট। সম্প্রতি বরের সঙ্গে করা মোনালিসার এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles