×
EntertainmentVideoViral Video

মনটা করে উড়ু উড়ু, বাংলা গান গেয়ে স্টেজ শো মাতালেন অভিনেত্রী মানালি, দেখুন ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন মানালী দে (Manali Dey)। একেরপর এক বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে দর্শক মহলে। ‛বউ কথা কও’ সিরিয়ালে সহজ সরল গ্রামের মেয়ের চরিত্রে তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকেরা। তারপর থেকে এখনও পর্যন্ত অনেকগুলি ধারাবাহিকেই তাকে দেখা গিয়েছে।

মনটা করে উড়ু উড়ু, বাংলা গান গেয়ে স্টেজ শো মাতালেন অভিনেত্রী মানালি, দেখুন ভাইরাল ভিডিও -

তার শেষ ধারাবাহিক ছিল ‛ধূলোকনা’। সেখানে তাকে ফুলঝুরি নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। যা যথেষ্ঠ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ভালোবেসে ২০২০ সালের ১৫ আগস্ট পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়ের (Abhimanyu Mukherjee) সঙ্গে গাঁটছড়া বাঁধেন। যদিও এটা তার দ্বিতীয় বিয়ে। এরআগে ২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মানালী। তবে, বছরে পাঁচেক যেতে না যেতেই সেই সম্পর্কে ভাঁটা পড়ে।

মনটা করে উড়ু উড়ু, বাংলা গান গেয়ে স্টেজ শো মাতালেন অভিনেত্রী মানালি, দেখুন ভাইরাল ভিডিও -

অবশেষে ২০১৬ সালে তাদের আইনী বিচ্ছেদ হয়। সেইসময় বেশ ভেঙেও পড়েছিলেন অভিনেত্রী। যদিও পরে নিজেকে সামলে আবারও ফিরে আসেন স্বাভাবিক জীবনে। এখন তিনি বিয়ে ও কেরিয়ার সমান তালে সামলে চলেছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই নিত্য নতুন ছবিতে ঝড় তোলেন নেটমাধ্যমে।

দর্শকদের ভালোবাসার টানে মাঝে মধ্যেই মাচা শোয়ের মঞ্চে ছুটে যান তারকারা। তেমনই মানালীও গিয়েছিলেন। আর সেখানেই তাকে সোহম অভিনীত ‛অমানুষ’ সিনেমার ‛মনটা করে উড়ু উড়ু’ গান করতে দেখা যাচ্ছে। যদিও প্রথমেই অভিনেত্রী বলে দিয়েছেন তিনি অভিনেত্রী। তিনি গায়িকা নন। কিন্তু দর্শকদের অনুরোধে গান গাইছেন। ‛Creative Video’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।