‘করণ জোহর পায় না, তাই অন্যের সেক্স লাইফে নাক গলায়’, বিস্ফোরক মালাইকা আরোরা

মালাইকার (Malaika Arora) শোতে এসে করণের (Karan Johar) সেক্স লাইফ নিয়ে বিস্ফোরক মন্তব্য মালাইকার। শুরু হয়েছে মালাইকা আরোরার নতুন নন ফিকশন শো ‛মুভিং ইন উইথ মালাইকা’। যেখানে করণ আছে সেখানে সেক্স নিয়ে কথা হবেনা তা আবার হয় নাকি? এদিন নিজের যৌন জীবন নিয়ে খোলামেলা আলোচনা করলেন প্রযোজক মশাই। এমনকি এও বলেছেন যে, তিনি নাকি ‛সুগার ড্যাডি’ রাখার কথাও ভেবেছিলেন।
এককথায় সবমিলিয়ে একেবারে জমে উঠেছিল এই শো। এদিন যেমন মালাইকাকেও প্রশ্ন করেন করণ তেমনই মালাইকাও একেরপর এক প্রশ্নবানে বিদ্ধ করে করণকে। এমনকি পরিচালক তথা প্রযোজকে খিল্লি করে এও বলেন যে, ‛পান না বলেই এত এই টপিকে কথা বলেন’। এদিন করণের সমস্যা প্রসঙ্গে বলতে গিয়ে মালাইকা বলেন যে, ‛তুমি কোনো সম্পর্কে নেই। তাই এত ডেসপারেট। সবসময় যৌনতা নিয়ে উত্তেজিত। যাই বলো তার সঙ্গে যৌনতার সম্পর্ক আছে। কারণ তুমি ওটাই ভাবো’।
তবে, মালাইকার বলা কথা যে ভুল তা একেবারেই নয়। আর এটা মেনেই নিয়েছেন করণ। আর তার প্রমান মিলেছে করণের শো ‛কফি উইথ করণ’-এ। এরপরই করণ মালাইকাকে প্রশ্ন করে বলেন যে, ‛আমার ভিতর যৌনকাঙ্খা’? তাতে অভিনেত্রী সপাট জবাব দেন ‛হ্যাঁ। কারণ তুমি পাচ্ছ না। আর তাই তোমার এই অবস্থা’। এরপর করণই মালাইকার কাছে এর থেকে বাঁচার উপায় জানতে চায়।
আর তাতে মালাইকা জানান ‛তুমি কি লেফট আর রাইট সোয়াপ ট্রাই করেছ?’। তাতে করণের বক্তব্য ‛আমি ট্রাই করেছি। কিন্তু আমায় কেউ ফলো ব্যাক করেননি। এমনকি আমি ম্যাসেজও করেছি’। এই শুনে মালাইকা হাসি যেন আর চাপতে পারে না। এমনাকি বলে বসেন ‛তাহলে সমস্যাটা তোমার’। এদিনের এই পর্বেই করণ নিজে মুখে বলে সে নাকি সুগার ড্যাডি রাখার কথাও ভেবেছিলেন।
এরপর মালাইকাই তাকে থামিয়ে দিয়ে বলে যে, ‛তুমিই সুগার ড্যাডি হানি। নিজেকে সেই জায়গায় বসাও। দেখবে লাইন লেগে গেছে। আমি কথা দিচ্ছি’। সবমিলিয়ে এদিন এক ধামাকাদার পর্বের সাক্ষী থেকেছেন দর্শকেরা।