×
Entertainment

খোলামেলা পোশাকে দীঘা সমুদ্র সৈকতে ছোট পর্দার ‘তিতলি’, চরম কটাক্ষের মুখে অভিনেত্রী

‛সমুদ্রে এসে পাহাড় দেখাচ্ছেন’! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার তিতলি ওরফে মধুপ্রিয়া চৌধুরী (Madhupriya Chowdhury)। বাংলা টেলিভিশনের পর্দার একজন সুপরিচিত অভিনেত্রী হলেন মধুপ্রিয়া। ‛তিতলি’, ‛সাহেবের চিঠি’, ‛অনুরাগের ছোঁয়া’-র মতো ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রথম দিকে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও পরে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই নজর কেড়েছেন তিনি।

স্টার জলসার পর্দায় ‛তিতলি’ ধারাবাহিক দিয়ে অধিক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ‛মহাপি তারাপীঠ’ ধারাবাহিকে তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যে হট লুকে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি তেমনই এক হট পোজে নজর কাড়লেন অভিনেত্রী। দিঘার বিচে উল্লাসে মেতেছেন তিনি।

তার পরণে রয়েছে নীল রঙের শর্ট ড্রেস। তার সাথে টিম আপ করা হালকা গোলাপি রঙের থ্রি-কোয়াটার শার্ট। ডিপ ভি নেক পোশাকে মধুপ্রিয়ার ক্লিভেজ উন্মুক্ত। চোখে সাদা রঙের সানগ্লাস। হালকা মেকআপে খোলা চুলে লাফিয়ে ছবিটি তুলেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। তারই সহ অভিনেত্রী ঐন্দ্রিলা বোস লিখেছেন যে, ‛কাকিমা’। যদিও মজা করেই তিনি এই কমেন্টটি লিখেছেন।

তবে, এই উত্তরে মধুপ্রিয়া ঐন্দ্রিলাকে ‛দিদিমণি’ বলে সম্মোধন করেছেন। কেউ লিখেছেন ‛কিউট’ লাগছে তোমায়। আবার কেউ লিখেছেন ‛হটি’। আবার কেউ তো কটাক্ষ করে লিখেছেন ‛সমুদ্রে এসে পাহাড় দেখাচ্ছেন’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মধুপ্রিয়ার এই ছবি।