পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! নেটবাসীদের কটাক্ষের মুখে অভিনেত্রী মধুমিতা

পুরুষদের ঘেন্না করেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি তিনি জানিয়েছেন এই কথা। সেই নিয়ে কার্যত প্রতিটা সময় বিতর্কের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। এই ধরণের কথা শুনে স্বাভাবোতই পুরুষেরা এক হয়ে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। তবে মধুমিতার কান পর্যন্ত হয়তো এই হুঙ্কার এখনও পৌছায়নি। যে কারণেই সোশ্যাল মিডিয়াতে তার এখনও একইরকম বিচরণ দেখা যাচ্ছে।
সম্প্রতি একটি খোলামেলা পোশাকের ফটো পোস্ট করে আবার ভাইরাল ও বিতর্ক বাড়ালেন মধুমিতা। যেখানে তাঁকে ডিপ নেক কালো রঙের নেটের টপ ও তার উপরে বেগুনি রঙের ব্লেজারে দেখা যাচ্ছে। আনমনা অবস্থায় তাকিয়ে আছেন তিনি। খোলা চুল ও হালকা মেকআপ বেশ মানানসয়ী বলার জায়গা রাখে। সবথেকে উল্লেখযোগ্য তার ক্লিভেজ যা ফটোর উষ্ণতা বাড়াতে সাহায্যে করেছে।
তবে নেটিজেনরা কার্যত বিতর্কে ভেসেছেন। কেউ লিখেছেন -‘পুরুষকে ঘেন্না করেন কিন্তু পুরুষদের দেখানোর জন্যই শরীর বের করে দিচ্ছেন’ দ্বিতীয়জন লিখেছেন -‘এই পাহাড় তো ধসে গেছে এখনই’। আরও বিভিন্ন বিতর্কিত ও কুরুচিকর কমেন্ট করেছেন সাধারণ মানুষ।
গত ২০ জানুয়ারি ‘দিলখুশ’ সিনেমাটি রিলিজ হয়েছে। তবে বক্স অফিসে খুব একটা সাফল্য আনতে পারেনি এই সিনেমা। তবে অনেকেই মনে করছেন মধুমিতার বিতর্কিত কমেন্টের জন্যই এই অবস্থা। অভিনেত্রী এখনও কিন্তু নিজের বক্তব্যর কোনোরকম পুনরাবৃত্তি করেননি। এখন দেখা যাক তার ক্যারিয়ারের মোড় কোনদিকে গড়ায়।