
‛দেখতে চাইছিলাম, আমার পোস্ট ভাইরাল, নাকি মধুমিতা (Madhumita Sarkar) আর আমার রসায়ন’! অকপট মদন মিত্র(Madan Mitra)। কামারহাটির বিধায়ক হিসেবে তাকে কেই না চেনেন বলুন তো? আর ওদিকে টলিউডের অন্যতম প্রথম সারির নায়িকা হলেন মধুমিতা। মদন ও মধুমিতা দুজনেই সোশ্যাল মিডিয়ার হট টপিক। তাদের কোনো কিছুই ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনা। তবে, এবার দুজনেই একসঙ্গে উঠে এলেন সংবাদের শিরোনামে।
কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি যে দিন দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল (Viral) হয়েছে। যেখানে মধুমিতা ও মদন (Madhumita-Madan) মিত্রকে একই গাড়িতে দেখা যাচ্ছে। তাও আবার পাশাপাশি সিটে হাতে হাত রেখে। বিএমডব্লিউ (BMW) গাড়িতে চালকের আসনে মধুমিতা। আর পাশে বসে তাকে সঙ্গ দিচ্ছেন মদন মিত্র। আর এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে।
রোদ চশমায় হাসি মুখে মধুমিতার লজ্জায় রাঙা হওয়া মুখ কারোরই নজর এড়ায়নি। তাহলে কি তাদের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হল? এমনকি দুজনে হাতে হাত রেখে চললেনই বা কোথায়? এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তরে মদন মিত্র জানিয়েছেন যে, ‛সম্পর্ক তো আছেই। না থাকলে আর একসঙ্গে দেখা যাবে কেন? শুধু মধুমিতা কেন, অনেকের সঙ্গেই তো আমার সম্পর্ক আছে। সামনেই মুক্তি পাবে আমার সিনেমা। লিড ক্যারেক্টার করেছি ওখানে। নাম ‘ও লাভলি!’।
দিন কয়েক আগেই মধুমিতার সোশ্যাল হ্যান্ডেলে (Social Media) এই বিএমডব্লিউ গাড়ির ছবি দেখা গিয়েছিল। তাহলে কি মদন মিত্র মধুমিতাকে এই গাড়ি উপহার দিলেন? এই নিয়েই কানাঘুষো চলছে নেটমাধ্যমে। যদিও এই গোটা বিষয়টি নিয়ে বিধায়ক মশাই জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, ‛বিএমডব্লিউ কেনার ক্ষমতাই আমার নেই, তাহলে উপহার দেব কীভাবে! নিজে তো চড়ি পুরোনো অ্যাম্বাসাডরে, সেটিই আমার সম্বল। আমার বরং শখ মিটল বিএমডব্লিউ চড়ার। সে জন্য মধুমিতাকে ধন্যবাদ দেব’।
কিন্তু তাহলে তারা গাড়ি চড়ে কোথায় যাচ্ছিলেন? এই বিষয়ে মদন মিত্র বলেছেন যে, ‛মধুমিতা সেদিন একটি অনুষ্ঠানে এসেছিল। ও একা নয় অবশ্য। আরও অনেকেই এই অনুষ্ঠানে ছিল। ও সঙ্গে করে বিএমডাব্লিউ এনেছিল। আমি যখন অনুষ্ঠান শেষে ওকে গাড়ির কথা জিজ্ঞেস করি তখন ও বলল দূরে রেখেছি। আমি তখন আমার ড্রাইভারকে পাঠালাম গাড়িটা নিয়ে আসার জন্য’।
View this post on Instagram
পাশাপাশি তিনি আরও বলেছেন যে, ‛মধুমিতা নিজেই ওর গাড়ির চাবি আমায় দেয়। তখনই ছবি ওঠে’। তবে, অনেকেই তৃণমূল বিধায়ক ও মধুমিতার এই ছবি দেখে প্রশংসা করলেও আবার কেউ বিধায়ককে ‛বুড়ো ভাম’ বলে কটাক্ষ করেছেন। আর তাদেরকেই খোঁচা দিয়ে এদিন বিধায়ক বলেন যে, ‛দেখতে চাইছিলাম, আমার পোস্ট ভাইরাল, না কি আমার আর মধুমিতার রসায়ন!’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মধুমিতা ও মদন মিত্রের এই ছবি।