×
Entertainment

পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন মধুমিতা

একের পর এক যেভাবে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন তাতে এবার বলি অভিনেত্রীদেরও হার মানাবেন এই বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার পাখি কিংবা ইমন যেটাই বল না কেন তাঁর ছিমছাম চেহারার ফটোশুটে প্রতিনিয়তই নজর কাড়ছে নেটিজেনদের। সাহসী ফটোশুট থেকে শুরু করে ভিডিও সবেতেই ভক্তদের পাগল করে দিছেন এই টলি ডিভা।

১৯৯৪ সালে ২৬শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহন করেন তিনি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন মধুমিতা।

ADVERTISEMENT

২০১১ সালে রূপসী বাংলায় ‘সবিনয় নিবেদন’ টেলিসিরিয়াল দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল। তারপর একের পর এক টেলি সিরিয়ালে কাজ করেছেন তিনি। আর তাঁর মধ্যেই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ র ভুমিকাতে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন এই অভিনেত্রী।

তারপরই ২০১৫ সালের জুলাই মাসে মধুমিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। ‘সবিনয় নিবেদন’ সিরিয়াল চলাকালীনই তাঁদের প্রেম হয়। কিন্তু, গত বছরই সেই বিবাহিত জীবনে ইতি টেনেছে তাঁরা।

সম্প্রতি মধুমিতা টেলি জগতের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেছেন। আর তারপরই একেরপর এক বোল্ড লুকে ভক্তদের ঘায়েল করেছেন তিনি।

বড়পর্দায় পা রাখার সঙ্গেই নিজের লুকে আমূল পরিবর্তন এনেছেন মধুমিতা। তাঁর নতুন ফটোশুট সবসময়ই নজর কাড়ছে নেটিজেনদের। সম্প্রতি তিনি একটি ছবি তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। যেখানে মধুমিতাকে একটি কোর্ট এবং প্যান্ট এ দেখা যাচ্ছে। ভিতরে অন্তবাস থেকে বক্ষ বিভাজিকা স্পষ্ট। তাকে এই ড্রেসে বেশ হট দেখা যাচ্ছে। আর তাঁর এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles