শীঘ্রই আসছে খুদে অতিথি, বিউটি পার্লারে শীতের অফার দিলেন টেলি অভিনেত্রী মধুবনী
টেলিভিশন জগতের অতি জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী। একসময় স্টার জলসায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ মধুবনী ‘তোড়া’ র চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিল সকল দর্শকদের।
অবশেষে সেই ধারাবাহিক এর হিরো রাজা গৌস্বামীর সঙ্গে রিয়েল লাইফে জুটি বাঁধেন মধুবনী। বছর চারেক হয়ে গেছে তাদের বিবাহিত জীবনের। সম্প্রতি উত্তর কলকাতায় মধুবনী নিজের বিউটি পার্লার খুলেছে। যা নিয়ে তিনি বেজায় খুশি।
তবে, এই খুশির মধ্যেও আরও একটি খুশির খবর দিয়েছেন মধুবনী। সম্প্রতি নিজেই খোলসা করে জানিয়েছেন তাঁদের জীবনে নতুন সদস্য আসার কথা। তাঁদের সংসারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন খুদে সদস্য। সেই নিয়েও বেজায় খুশি মধুবনী।
তবে, সম্প্রতি মধুবনী কয়েকটি ছবি পোস্ট করেছেন তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে। সেখানে মধুবণীকে দেখা যাচ্ছে তার নিজের পার্লারে চুলের পরিচর্যা করাতে। ছবি পোস্ট করার পাশাপাশি মধুবনী তাঁর শীতের অফার সম্পর্কেও সকলকে জানান।
ছবিটি দেখে বোঝাই যাচ্ছে যে, মধুবনী তাঁর পার্লারের কাজ এবং শীতের অফার সম্পর্কে সকলকে জানানোর জন্যই ছবিটি পোস্ট করেছেন। সম্প্রতি তাঁর এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।