শীঘ্রই পরিবারে আসছে নতুন অতিথি, গর্ভের সন্তানের নাম ঠিক করলেন অভিনেত্রী মধুবনী
বাংলা টেলিভিশন জগতের অতি জনপ্রিয় মুখ রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। একসময় স্টার জলসায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ এ রাজা ‘ওম’ ও মধুবনী ‘তোড়া’ র চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিল সকল দর্শকদের। তাঁদের দুষ্ট-মিষ্টি প্রেম দেখার জন্য মুখিয়ে থাকতো দর্শকরা।
অবশেষে এই রিল লাইফ জুটি বাস্তবে রিয়েল লাইফ জুটি হয়েছিল। বছর চারেক হয়ে গেছে তাদের বিবাহিত জীবনের। সম্প্রতি উত্তর কলকাতায় মধুবনী নিজের বিউটি পার্লার খুলেছে। যা নিয়ে তিনি বেজায় খুশি।
তবে, এই খুশির মধ্যেও রয়েছে আরও একটি খুশির খবর। সম্প্রতি নিজেরাই খোলসা করে জানালেন সে কথা। আর সেটি হল তাদের চার বছরের বিবাহিত জীবনে আসতে চলেছে নতুন সদস্য। এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা। তাঁদের সংসারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন খুদে সদস্য।
বেবি বাম্প নিয়ে আগেও ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ফের আরও একবার ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করে গর্ভের সন্তানকে পুচু বলে ডাকলেন মধুবনী। সেই সঙ্গে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ”জীবনের এক নতুন আধ্যায় শুরু হতে চলেছে, আশীর্বাদ করবেন সকলে…ভালো থাকবে, সুস্থ থাকবেন।” সঙ্গে বেশকিছু শিশুর ইমোজি পোস্ট করেন অভিনেত্রী।
শেষবার দর্শকরা এই জুটিকে লকডাউনের মধ্যে ‘প্রিয় তারকার অন্দরমহল’ এর একটি পর্বে দেখেছিল। এরপর আর তাদের কোথাও একসঙ্গে দেখা যায়নি টিভির পর্দায়। তবে, আপাতত শুটিং বন্ধ রেখেছেন মধুবনী। এখন সংসারে তৃতীয় সদস্য আসার অপেক্ষায় এই জুটি।