×
Entertainment

কৌশানির কোলে পুঁচকে ছেলে, একরত্তি খুদের সঙ্গে আদরমাখা মুহূর্ত কাটাচ্ছেন অভিনেত্রী

টলিউডের অন্যতম সুন্দরী তথা জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কৌশানী মুখোপাধ্যায়। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে যথেষ্ট নাম করেছে। তার স্টাইল এবং লুকে কাত অনেকেই।

১৯৯২ সালের ১৭ মে কলকাতায় তার জন্ম হয়। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই তিনি চলচিত্র জগতে প্রবেশ করেন।

ADVERTISEMENT

তবে, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। একসময় তিনি মিস বিউটি অব কলকাতা সম্মানে সম্মানিত হন। চলচ্চিত্র জগতে আসার পর তিনি পরপর কয়েকটি সিনেমাও করেন। সেগুলি হল কেলোর কীর্তি, তোমাকে চাই, জিও পাগলা, জামাই বদল, জনবাজ।

তবে, রিল লাইফে কৌশানি অনেকের প্রেমে পড়লেও রিয়েল লাইফে কৌশানি যে বনির প্রেমেই হাবুডুবু খাচ্ছেন সে আর অজানা নয়। আর তাঁদের এই খুল্লামখুল্লা প্রেম নিয়ে সবসময়ই আলোচনার শীর্ষে থাকে এই জুটি। তবে, সম্প্রতি দেখা যাচ্ছে বনির থেকেও অন্য আরেকজনের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন।

ভাবছেন তো কে সে? তাহলে শুনুন। সম্প্রতি কৌশানি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেখানে দেখা যাচ্ছে যে, কৌশানি একটি বাচ্চাকে কোলে নিয়ে আছে। দুজনের পরনেই রয়েছে শীতের পোশাক। ছবিটি পোস্ট করে কৌশানি ক্যাপশনে “আই লাভ ইউ লট” লিখেছেন ওই ছোট্ট পুচকের উদ্দেশ্যে। এমনকি তাঁকে ভালোবেসে চুমুও খাচ্ছেন কৌশানি। সম্প্রতি কৌশনির পোস্ট করা এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles