×
EntertainmentTrendingViral Video

পুঁচকে মেয়েকে কোলে নিয়ে আরতি করছেন অভিনেত্রী কনীনিকা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার সুবাদে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। ইটিভি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কখনও মেঘ কখনও বৃষ্টি তে তার অভিনয় সকলের নজর কাড়ে। এছাড়াও জি বাংলার ধারাবাহিক অন্দরমহল এ পরমেশ্বরী চরিত্রে ও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন।

তবে, কর্মজীবনের পাশাপাশি ব্যাক্তিগত জীবনেও বেশ আকর্ষণীয় কনীনিকা। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। গত বছর জুন মাসে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। আর তারপর থেকেই তাঁকে নিয়ে দিব্যি মেতে রয়েছে অভিনেত্রী।

ADVERTISEMENT

কিছুদিন আগেও তার মেয়ের মুখে ভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছিল। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী। আর এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি তিনি তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে ঠাকুরের সামনে তিনি প্রদীপ হাতে মন্ত্র উচ্চারণ করে আরতি করছেন। এরপর মেয়ের মাথায় ছুঁইয়ে দিচ্ছেন আগুনের আশিস।

প্রতিবারের মত এই ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখলে একটা কথাই মাথায় আসে আর সেটা হল অভিনয় থেকে সংসার সবেতেই কনীনিকা ১০ এ ১০

ADVERTISEMENT

Related Articles