×
Entertainment

মুখ্যমন্ত্রীর কীর্তি এবার বড়পর্দায়! মমতার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কণীনিকাকে

কনীনিকার (Koneenica Banerjee) মধ্যেই এবার মমতার ছায়া! কি বিষয়টি ঠিক বোধগম্ম হলনা নিশ্চই? তবে খোলসা করে বলা যাক। বিভিন্ন জনপ্রিয় সব ব্যক্তিত্বদের নিয়ে বড়পপর্দায় বায়োপিক তুলে ধরা এ নতুন কোনো বিষয় নয়। আর যা বেশ প্রশংসাও পায় দর্শকমহলে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী আসতে চলেছে বড় পর্দায়। তবে, জীবনী বললে খানিকটা ভুল বলা হবে বৈকি। কেননা, এখানে মুখ্যমন্ত্রীর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হবে না।

কেবলমাত্র উঠে আসবে কন্যাশ্রী প্রকল্পের কাহিনী। আর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ মুখ্যমন্ত্রীর চরিত্রে দেখা যাবে টেলি ও টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির নাম ‛সুকন্যা’। সাদা শাড়িতে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে অভিনেত্রী। পুলিশের সঙ্গে কথোপকথন করতে দেখা যাচ্ছে তাকে।

ছবির লুক প্রকাশ্যে আসা মাত্রই প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই ছবির লুক নিয়ে তুমুল চর্চা চলছে নেটমাধ্যমে। কনীনিকা ছাড়াও এই ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেনকে। তৃনমুলের সাংসদ শান্তনু বাবুর বরাবরই বিনোদন জগৎ নিয়ে বেশ আগ্রহ রয়েছে। আর এবার এই ছবিতে তার লুক প্রকাশ্যে আসামাত্রই চর্চায় উঠে এলেন তিনি।

সিনেমায় কনীনিকার চরিত্রের নাম মায়া। ছবিতে কোনোরকম টানটান আন্দোলনের প্লট থাকছে না। শুধুমাত্র কন্যাশ্রী প্রকল্পকে কেন্দ্র করে এগিয়ে চলবে গল্প। তবে, এসব তো ঠিকই আছে কিন্তু কবে এই ছবি মুক্তি পাবে সেই নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। সব ঠিক থাকলে আগামী এপ্রিল মাসের ২৩ তারিখ মুক্তি পাবে এই ছবি।