মায়ের কোলে ছোট্ট কবীর, একরত্তি ছেলের সাথে খুনসুটিতে ব্যস্ত অভিনেত্রী কোয়েল

টলিউডের মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক বেশ কিছু মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে দুর্ভাগ্যবশত মা হওয়ার কিছুদিন পরেই কোভিড আক্রান্ত হন। শুধু তিনিই নন তার স্বামী নিসপাল, বাবা রঞ্জিত মল্লিক সহ মা দীপা মল্লিক সকলেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। নিয়ম মেনে সকলেই কোয়ারেন্টাইনেও ছিলেন। তবে এখন পরিস্থিতি ঠিক আছে। ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন কোয়েল মল্লিক।
তার মা হওয়ার খবরে টলি ইন্ডাস্ট্রির সকলে খুবই আনন্দিত। কোভিড থেকে মুক্তি পেয়ে তিনি এখন সাধারণ জীবনযাপন করছেন।
দীর্ঘ এক বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে ছিলেন না। কাজ তার বন্ধ ছিল। তবে এবার দীর্ঘ ছুটি কাটানোর পর তিনি ফিরে এসেছেন নিজের দ্বিতীয় বাড়ি ওরফে শুটিং ফ্লোরে।
পুজোর আগেই শরীর থেকে সমস্ত মেদ ঝেড়ে ফেলতে তিনি শরীর চর্চা করছেন এমনটাই সোশ্যাল মিডিয়ায় করা তার একটি পোষ্ট থেকে জানা যাচ্ছে।
পুজোর আগে অভিনেত্রীর একটি ছবি রিলিজ হয়েছিল। ছবিটির নাম রক্ত রহস্য। নিজের হারানো ছেলেকে তিনি কিভাবে খুঁজে পেয়েছিলেন সেটাই ছিল ছবির মূল বিষয়। সকলেই এই ছবিটির প্রশংসা করেছেন।
তবে এই শরীরচর্চা এবং শুটিং এর মাঝেও তিনি তার ছেলেকে সময় দিতে একটুও ভোলেন না। এবারের পুজো কোয়েল মল্লিক এবং নিসপাল এর কাছে একটু অন্যরকম কারণ এই বছরের পুজো তারা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন।
মহা অষ্টমীর দিন তাদের সন্তানের নামকরণ করেন তারা। তারা তাদের সন্তানের নাম দিয়েছেন কবীর। ছোট্ট কবিরের সাথে তারা সোশ্যাল মিডিয়া একাউন্টৈ একটি ছবিও পোস্ট করেছেন। সকলেই তাদেরকে শুভকামনা জানিয়েছেন।