Entertainment

নিসপাল নয়, কোয়েলকে প্রথম প্রপোজ করেছিল তার গৃহশিক্ষক, তারপর যা করেছিলেন অভিনেত্রী!

Advertisement
Advertisements

নিসপাল নয় বরং এক গৃহ শিক্ষকই প্রথম কোয়েলকে (Koel Mallick) তার ভালোবাসার কথা জানিয়েছিলেন! আর তারপর রঞ্জিত মল্লিক কি করেছিলেন জানেন কি? বর্তমানে কোয়েলের বয়স ৪০-র কোঠায়! তবুও তার রূপে আজও মজে গোটা পুরুষজাতি। তিনি হলেন টলি কুইন কোয়েল মল্লিক। এই বয়সে এসেও তার রূপ হার মানায় অষ্টাদশীর যুবতীদের। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন।

নিসপাল নয়, কোয়েলকে প্রথম প্রপোজ করেছিল তার গৃহশিক্ষক, তারপর যা করেছিলেন অভিনেত্রী!

‛নাটের গুরু’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর থেকেই একের পর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। কমার্শিয়াল ছবি থেকে অন্যধারার ছবি সব ছবিতেই কাজ করে তিনি পেয়েছেন প্রশংসা।

নিসপাল নয়, কোয়েলকে প্রথম প্রপোজ করেছিল তার গৃহশিক্ষক, তারপর যা করেছিলেন অভিনেত্রী!

তবে, জানেন কি নিসপালের আগেও তার প্রেমে পড়েছিলেন তারই গৃহশিক্ষক। আর এই নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন কোয়েল। ছোট থেকেই কোয়েলের প্রেমের কাহিনীর শুরু। তিনি তখন ক্লাস সেভেনে পড়েন। এক কলেজ পাশ করা যুবক যে কিনা চাকরি খুঁজছে সে কোয়েলকে তখন পড়ানোর সুযোগ পেয়েছিলেন। কোয়েলের সায়েন্স টিচার হয়েই সে ঢুকেছিলেন কোয়েলদের বাড়িতে। কিন্তু মিষ্টি মেয়ে কোয়েলকে দেখে সেই স্যার পড়লেন প্রেমে।

নিসপাল নয়, কোয়েলকে প্রথম প্রপোজ করেছিল তার গৃহশিক্ষক, তারপর যা করেছিলেন অভিনেত্রী!

একদিন পড়ানোর পর কোয়েলকে ডেকে তার ভালোবাসার কথাও জানালেন। আর সেই কথা শুনে তো কোয়েল অবাক হয়ে যান। সবটাই জানান তার মাকে। এরপর আর ওই স্যার আসেননি কোয়েলকে পড়াতে। তবে, এই ব্যাপারে বাবাকে কিছু জানাননি কোয়েল। কিন্তু তার মা হয়তো বলে থাকবেন বলেই তার মত। এরপর সিনেমা জগতে ঢোকার পর নিসপালের সঙ্গে চুটিয়ে প্রেম করেন কোয়েল। অবশেষে বাবার সম্মতিতে তাদের বিয়েও হয়।

নিসপাল নয়, কোয়েলকে প্রথম প্রপোজ করেছিল তার গৃহশিক্ষক, তারপর যা করেছিলেন অভিনেত্রী!

বর্তমানে স্বামী ও সন্তান কবীরকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন কোয়েল। ছেলের কারণেই আপাতত বড়পর্দা থেকে তিনি দূরে রয়েছেন। খুব শীঘ্রই তাকে আবারও বড়পর্দায় দেখা যাবে বলে দিন গুনছেন তার ভক্তরা।