Entertainment

ব্লাউজ ছাড়াই বোল্ড ছবি শেয়ার করলেন কৌশাম্বী, ‘এইভাবেই সিডকে ধরে রেখেছিস’! কটাক্ষ নেটিজেনের

সেক্সী লুকে ছবি শেয়ার করতেই কৌশাম্বিকে ট্রোলের বন্যায় ভরালেন নেটিজেনরা, মুহূর্তে ভাইরাল পোস্ট

‛এভাবেই সিডকে ধরে রেখেছিস’! সেক্সী লুকে ছবি শেয়ার করতেই কৌশাম্বিকে (Kaushambi Chakraborty) ট্রোল নেটিজেনদের। মুহূর্তে ভাইরাল পোস্ট। বরাবরই তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ থাকেনা। তাদের রিল থেকে রিয়েল লাইফ সব নিয়েই চর্চা চলে। কিন্তু বরাবরই নিজেদের লাইফকে আড়ালে রেখেছেন কৌশাম্বি ও
আদৃত। কিন্তু কথা কি আর চাপা থাকে?

আর তাইতো বর্তমানে পর্দার উচ্ছেবাবু ও নন্দার প্রেমকাহিনী টেলিপাড়ার হট টপিক। তারা পরস্পরকে রীতিমতো চোখে হারান। এমনকি দুজনের বন্ডিংও নজর এড়ায় না কারোর। বহু আগেই আদৃত (Adrit Roy) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি সিঙ্গেল নন, কমিটেড। তবে, ভালোবাসার মানুষের নাম তখন প্রকাশ্যে আনেননি। কিন্তু ভক্তদের কি আর বুঝতে সময় লাগে।

আরও পড়ুনঃ মাত্র ₹8,000 দিয়ে বাড়ি আনুন 90 কিমি মাইলেজ দেওয়া Bajaj Platina, জেনে নিন কিভাবে

অবশেষে তারা বহু আগেই ধরে ফেলেছেন অভিনেতা কার সঙ্গে প্রেম করছেন।এমনকি মিঠাইয়ের শেষ লগ্নে এসে আদৃত নিজেই এই সম্পর্কের গভীরতা স্পষ্ট করেছেন। শুধু তাই নয় দুজনের জন্মদিনে একে অপরকে করা ভালোবাসার বার্তায় ঘেরা পোস্ট নজর এড়ায়নি কারোর। তবে, সম্প্রতি কৌশাম্বি (Kaushambi Chakraborty) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে রীতিমতোন হট লুকে দেখা যাচ্ছে।

ব্লাউজ ছাড়াই লাল পাড় সাদা রঙের হাকোবা শাড়ি পরে মিরর সেলফিতে মজেছেন অভিনেত্রী। কপালে শুধু লাল রঙের টিপ। অগোছালো ভাবে পনিটেল করে বাঁধা চুল। একেবারে সাদামাটা লুকেই ধরা দিয়েছেন পর্দার নন্দা। কিন্তু এই ছবি প্রকাশ্যে আসামাত্রই একপ্রকার ট্রোলের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বুড়ি’। আবার কেউ লিখেছেন ‛কপি করে ভালোই চালাচ্ছ’। কেউ আবার লিখেছেন ‛এভাবেই সিডকে ধরে রেখেছিস’!

তবে, অনেকেই আবার কৌশাম্বির (Kaushambi Chakraborty)এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়েছেন। কেউ লিখেছেন যে, ‛রানী’। আবার কেউ লিখেছেন ‛সুন্দরী’। সবমিলিয়ে ভালো-খারাপ উভয় কমেন্টই কুড়িয়েছে কৌশাম্বির এই ছবি।