×
EntertainmentTrending

বিয়ের পর মালদ্বীপে হানিমুন সারছেন অভিনেত্রী কাজল আগারওয়াল, মুহূর্তে ভাইরাল ছবি

বিয়ের অনুষ্ঠানের পর থেকেই সংবাদের শিরোনামে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। করোনা আবহের মধ্যেই ঘনিষ্ট কিছু আত্মীয়স্বজন সহ পরিবারের লোক নিয়ে বিয়ে সারেন এই অভিনেত্রী।

তবে, ছোট খাটো ভাবে অনুষ্ঠান করলেও তাতে জৌলুস কম ছিলনা। বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে রিসেপসনের গাউন সবেতেই নজর করেন কাজল।

ADVERTISEMENT

১৯৮৫ সালে ১৯ জুন মুম্বাই এ জন্মগ্রহণ করে এই অভিনেত্রী। ২০০৪ সালে কিউ হো গায়া না চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে এবং ২০০৭ সালে, লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে।

তবে, তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিলো চান্দামামা। কিন্তু, তিনি জনপ্রিয়তা অর্জন করেন মূলত মাগাধীরা চলচ্চিত্রে অভিনয়ের পর। যা ছিল তার অভিনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য।

সম্প্রতি তিনি ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরই স্বামীর সঙ্গে উড়ে যান মালদ্বীপে মধুচন্দ্রিমার জন্য। আর সেখানে গিয়ে স্বামীর সঙ্গে রোমান্টিক মেজাজে রয়েছেন অভিনেত্রী।

আকাশি রঙের অফ সোল্ডার টপ ও স্কাট এ তাকে অপরূপ সুন্দরী লাগছে। একটি ছবি পোস্ট করে তিনি তার ক্যাপশনে লেখেন “আমার হৃদয় আজ ভীষণই খুশি, নিজেকে উন্মুক্ত লাগছে, প্রতিবারই এই সুন্দর দেশটা ঘুরে দেখতে চাই।

তবে, সবদিক মিলিয়ে কাজল এবং গৌতম জমিয়ে উপভোগ করছে তাদের মধুচন্দ্রিমা।

ADVERTISEMENT

Related Articles