EntertainmentVideoViral Video

স্বল্প পোশাকে জিমের মধ্যে উষ্ণতা ছড়ালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, দেখে ঘুম উড়েছে নেটবাসীর

Advertisement

জিমের পোশাকে জাহ্নবীর হটনেসে ঘুম উড়লো নেটপাড়ার। জাহ্নবী (Janhvi Kapoor) বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। তার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। আর বাবা হলেন প্রযোজক বনি কাপুর। যদিও শ্রীদেবী এখন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি বরাবরই তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। ‛ধাড়াক’ ছবি দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন জাহ্নবী।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

শ্রীদেবী কন্যা হিসেবে নয় বরং নিজে গুনে জায়গা করে নিয়েছেন বলিউডের (Bollywood) অন্দরে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ জাহ্নবী (Janhvi Kapoor)। মাঝে মধ্যেই গ্ল্যামারাস এবং সাহসী ফটোশুটে নজর কাড়েন নেটিজেনদের। এমনকি যারফলে উঠে আসেন সংবাদের শিরোনামে। সম্প্রতি ফের একবার তার হট লুকে ঘুম উড়লো নেটিজেনদের একাংশের।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

বরাবরই ফিটনেস ফ্রিক জাহ্নবী। আর সেকথা কারোর কাছেই অজানা নয়। তবে, তার আগামী ছবির কথা মাথায় রেখে নিজেকে যেন আরও আকর্ষণীয় করতে জিমে বেশ কসরত করছেন অভিনেত্রী। প্রতিদিন জিমে বেশ অনেকটা সময় কাটাচ্ছেন। আর তারই ভিডিই ধরা পড়েছে জাহ্নবীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ভিডিওতে তাকে নানান ভাবে ওয়াক আউট করতে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আর এই ভিডিও দেখে জাহ্নবীর পুরুষ ভক্তরা তো একেবারে কুপোকাত। সকলে তার রূপের প্রশংসা করেছেন। দিন দিন তিনি যেভাবে সুন্দরী ও নিজেকে ফিট করে তুলছেন তাতে আগামী দিনে অনেক বিগ বাজেটের ছবিতে তাকে দেখা যাবে বলেই আশা করছেন ভক্তরা।