একরাতের জন্য আড়াই কোটি টাকা দাবি করেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তাঁর রূপ এবং স্টাইলে মাত সবাই। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন সুন্দর হয়ে উঠছেন। তাঁর রূপে মজেছেন অনেকেই।
১৯৮৫ সালের ১১ আগস্ট শ্রীলঙ্কায় জন্ম হয় তাঁর। এরপর ২০০৯ সালে আলাদিন সিনেমা দিয়ে তিনি অভিনয় জীবনের পথচলা শুরু হয়। এরপর ২০১৪ সালে কিক সিনেমার মাধ্যমে তিনি অধিক বেশি জনপ্রিয় হয়ে ওঠেন সকলের কাছে।
তবে, সম্প্রতি বিভিন্ন ক্লাব ও হোটেলগুলিতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন র প্রস্তুতি শুরু হতে চলেছে। আর সেই উপলক্ষে প্রতিবছরই বলিউড তারকারা বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে পারফরম করে থাকেন। বিশেষত বলিউডের হট, সেক্সী অভিনেত্রীরাই পারফরম্যান্স করে থাকেন।
এবার এই আয়োজনে অংশ নিচ্ছেন বলিউডের একাধিক নামি তারকা। তাদের মধ্যে আছেন মালাইকা অরোরা, বিপাশা বসু, মল্লিকা সারাওয়াত সহ আরও অনেকে। তবে, এদেরকে ছাপিয়ে যিনি সর্বোচ্চ বেশি সম্মানীতে পারফরম করতে যাচ্ছেন তিনি হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আগের বছর ৮০ লাখ রূপিতে পারফরম্যান্স করলেও এবার জ্যাকুলিন ৩১ ডিসেম্বর এর জমকালো পার্টিতে নাচার জন্য আড়াই কোটি রূপিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
তবে, বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। এই পার্টির পারফরম্যান্স এ তাকে বেশ খোলামেলা পোশাকেই দেখা যাবে। আর এই পারফরম্যান্স এর জন্য এখন থেকেই নিজেকে তৈরি করছেন জ্যাকুলিন। তিনি বলেন যে, এই শোটি তাঁর জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে বলে তিনি আশা রাখছেন কেননা, ওই দিন ‘কিক’ এর সফলতাও একসঙ্গে উদযাপন করবেন অভিনেত্রী।