স্বামীর নির্যাতনে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন গোপী বউ
হিন্দি টেলি জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিব্যা ভাটনগর। অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন সকলের মন। তিনি উড়ান, জিত গায়ি তো পিয়া মোরে, বিষ ইত্যাদি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছে। তবে, তার মধ্যে ইয়ে রিস্তা ক্যা কোহেলতা হ্যায় ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পায়।
তবে, আর পৌঁছনো হল না জনপ্রিয়তার শীর্ষে। মাত্র ৩৪ বছর বয়সেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মুম্বাইয়ের সিভেন হিলস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনিতেই আগে থেকে তার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ছিল। আর তাঁর মধ্যেই পরে করোনায় থাবা।
জানা গিয়েছে, হসপিটালে থাকার সময় তাঁর অক্সিজেনের মাত্রা কমে গিয়ে দাঁড়িয়েছিল ৭০ থেকে ৭৫। রবিবার ভোর নাগাদ মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেত্রীর। তবে, করোনায় তার মৃত্যু হলেও শারীরিক ও মানিসক অত্যাচারই যে তাঁর মৃত্যুর প্রধান কারণ সেকথাই উগরে দিলেন ‘সাথ নিভানা সাথিয়া খ্যাত অভিনেত্রী গোপী বহু ওরফে দেবলীনা।
তিনি একটি ভিডিওতে বলেন যে, দিব্যার উপর তাঁর স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করত দিনের পর দিন। এমনকি দিব্যা র উপর মারধর করত বলেও অভিযোগ তোলেন দেবলীনা। দেবলীনা বলেন যে, দিব্যা র স্বামী গগন বিবাহ বহির্ভূত নানান সম্পর্কে জড়িত ছিল। এমনকি সে নাকি একবার গয়না চুরি করেও পালিয়েছিল।
দেবলীনা ভিডিওতে আরও বলেন যে, দিব্যা নাকি বলেছিল সে আর কখনও কারও ফাঁদে পা দেবে না। আর তাই নিজের মত জীবন যাপন করাও নাকি শুরু করেছিল সে। কিন্তু, ভগবান ওর কষ্ট সহ্য করতে না পেরে ওকে নিজের কাছে নিয়ে নেন। দেবলিনার দাবি এই শারীরিক ও মানসিক কষ্টের কারণেই দিব্যা করোনার বিরুদ্ধে লড়তে পারেনি। আর যার কারণেই এই অল্প বয়সে অকাল মৃত্যু হল তাঁর। দিব্যার মৃত্যুতে টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।