×
EntertainmentVideoViral Video

স্বাস্থ্যই সম্পদ! মেদহীন শরীর ধরে রাখতে ‘ভূমাসন’ করছেন ‘জুন আন্টি’ ঊষষী, দেখুন নায়িকার ঘাম ঝরানোর ভিডিও

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‛শ্রীময়ী’র সুবাদে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। পর্দায় তার অভিনয় দেখে একদিকে যেমন তাকে গালমন্দ করতেও ছাড়তেন না মানুষজন, ঠিক তেমনই আবার তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সকলেই। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন পর্দার জুন আন্টি। আর বাস্তবে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। সম্প্রতি এবার যোগাসন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অভিনেত্রী।

কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। আর একথা যে শুধু কথার কথা নয় তা আমরা সকলেই জানি। সুস্থ ভাবে বেঁচে থাকতে গেলে স্বাস্থ্যকে ঠিক রাখা ছাড়া উপায় নেই। আর তাই স্বাস্থ্য সচেতনতা সবার আগে দরকার। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিরা এই বিষয়টি নিয়ে বেশি সচেতন। আর তা কাজের সুবাদেই। তাদের মধ্যে প্রথমেই নাম আসে অভিনেত্রী ঊষসীর। পর্দায় তিনি যতই কূটকাচালি করুক না কেন বাস্তবে তিনি কিন্তু একেবারেই পজেটিভ মানুষ। এমনকি স্বাস্থ্য সচেতনও মানুষ বটে।

সম্প্রতি ঊষসী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তার পরনে রয়েছে কমলা রঙের ব্রা কাটিং টপ ও কালো প্যান্ট। ফ্লোরে বসেই তাকে ‛ভূমাসন’ করতে দেখা যাচ্ছে। কত সহজ ভাবেই তিনি যোগাসনটি করে দেখাচ্ছেন। আর এর থেকে একদম স্পষ্ট যে অভিনেত্রী নিয়মিতভাবে যোগা শরীর ফিট রাখতে। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার শরীরের স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা উপভোগ করছি’।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই কলকাতা (Kolkata) থেকে দূরে গোয়ায় (Goa) গিয়ে নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রী। আর সেখান থেকেই শেয়ার করেছিলেন একের পর এক ছবি ও ভিডিও। একা নয় বরং বন্ধু বান্ধবদের সঙ্গেই গোয়া পাড়ি দিয়েছিলেন পর্দার ‛জুন আন্টি’। তবে, তারই মধ্যে ঊষসীর (Ushasie Chakraborty)
কোনো বিশেষ বন্ধু ছিল কিনা তা যদিও জানা যায়নি। তবে, সম্প্রতি ঊষসীর এই যোগাসনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।