×
Entertainment

Bipasha Basu: শীঘ্রই ঘরে আসবে নতুন অতিথি, মায়ের হাতে ‘সাধ’ খেলেন ‘হবু মা’ বিপাশা, ভাইরাল দৃশ্য

অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথম সাধ ভক্ষণ বিপাশার (Bipasha Basu)। মুহূর্তে ভাইরাল ছবি। চলতি বছরের আগস্ট মাসে তারা প্রথম নিজেদের সন্তান আগমনের কথা জানান। আর তারপর থেকে মাঝেমধ্যেই বেবিবাম্প নিয়ে নেট মাধ্যমে ধরা দেন বিপাশা। আর এবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সাধ ভক্ষনের ছবি। বৃহস্পতিবার মায়ের বাড়িতেই সাধ খেলেন এই বলি অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

তার পরনে রয়েছে গোলাপী রঙের শাড়ি, কপালে চওড়া সিঁদুর ও গায়ে ভর্তি গয়না। বাঙালিদের নিয়ম অনুযায়ী অন্তঃসত্ত্বা মহিলাদের সাধ দিতে হয়। আর সেই নিয়ম মেনেই প্রথমবার সাধ খেলেন বিপাশা। আর সেই ছবি বিপাশা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ারও করেছেন। যেখানে দেখা যাচ্ছে টেবিলের উপর পঞ্চব্যঞ্জন সাজিয়ে হবু মা বিপাশাকে খেতে দেওয়া হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

আর সেই ভিডিও এখন ভাইরাল নেট মাধ্যমে। খাওয়ার পাশাপাশি ওই ভিডিওতে বিপাশার আগত সন্তান ও তাকে আশীর্বাদ করতেও দেখা যাচ্ছে বাড়ির বড়দের। ভিডিও শেয়ার করে বিপাশা লিখেছেন যে, ‛আমার সাধ, ধন্যবাদ মা’। শুধু ভিডিওই নয় এদিনের অনুষ্ঠানের বেশ কিছু ছবিও বিপাশা শেয়ার করেছেন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

যেখানে বেশ কয়েকটি ছবিতে করণের সঙ্গে কখনও হাসিমুখে আবার কখনও দুস্টু-মিষ্টি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। করণকেও দেখা যাচ্ছে বিপাশার বেবি বাম্প আগলে রাখতে। অভিনেত্রীর চোখে মুখে মাতৃত্বের গ্লো স্পষ্ট। শুধু করণই নয় মায়ের সঙ্গেও হাসিমুখে ধরা দিয়েছেন অভিনেত্রী। ২০১৬ সালে ডির্ভোসী করনের সঙ্গে বিয়ে সারেন বিপাশা। অভিনেত্রীর ভক্তরা থেকে তার পরিবার কেউই মানতে রাজি ছিলেননা করণকে।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

যদিও এখন বিপাশার বাড়ির লোক জামাই বলতে অজ্ঞান। এমনকি এই সময় করণ যে তার খুব খেয়াল রাখছে সেকথাও জানান অভিনেত্রী। আর সেই কারণে বিপাশার মাও নিশ্চিন্ত। বিয়ের ৬ বছরের মাথায় তাদের কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। সম্প্রতি বিপাশার প্রথম সাধ ভক্ষনের ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।