সবথেকে কাছের মানুষ ‘মা’কে হারালেন অপরাজিতা, শোকের ছায়া অভিনেত্রীর জীবনে

মাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। কখন যে যার জীবনে দুঃসময় নেমে আসে তা কেউই বলতে পারে না। প্রত্যেকের মা-ই প্রত্যেকের কাছে খুবই প্রিয়। তবে, অপরাজিতার জীবনে হয়তো একটু বেশিই বটে। প্রত্যেকটি সন্তান ছোট থেকে বাবা-মায়ের সান্নিধ্যে বড় হয়ে ওঠে। কিন্তু এক্ষেত্রে অপরাজিতার বাবার সঙ্গ খুব একটা পেয়ে ওঠা হয়নি।
কেননা ছোটবেলাতেই তিনি হারিয়েছেন বাবাকে। আর তখন থেকে মা-ই ছিল তার সবকিছু। আর এবার সেই মাকেই হারালেন অভিনেত্রী। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর। স্বভাবতই এই ঘটনার পর অভিনেত্রীর জীবনে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। যার কারণে এবারে জন্মদিন বাড়িতেই ঘরোয়াভাবে পালন করেছেন অভিনেত্রী।
মায়ের বিষয়ে বলতে গিয়ে অপরাজিতা এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, ‛বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল মা। শরীরটা কিছুতেই ভাল যাচ্ছিল না। আজ সকালে আমি অ্যাডের শুটে যাব বলে বের হচ্ছি তখন ও বাড়ি থেকে ফোন আসে। কাল রাতেই জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল’।
অভিনেত্রী আরও বলেছেন যে, ‛ আজ সকালে হঠাৎই অক্সিজেন ওঠা নামা শুরু করে ব্লাড প্রেসার শূন্যতে নেমে যায়। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই সব শেষ’। অপরাজিতার কথায় ছোট থেকে তার মা-ই তাকে একা হাতে মানুষ করেছেন। সব দিকে নজর ছিল তাঁর। তিনি খুবই কড়া ধাঁচের মহিলা ছিলেন বলে অভিনেত্রী জানান।
View this post on Instagram
মাকে হারানোর পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন অপরাজিতা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন….অ খন্ড শাসন দন্ড এস্ত হলো তার…মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নাম্বার আমার কাছে নেই। তাদের সকলকে এই পোস্ট টির মাধ্যমে জানালাম’। মায়ের চলে যাওয়ার শোকে আচ্ছন্ন অভিনেত্রী।
Humppy-র পক্ষ থেকে অপরাজিতার মায়ের আত্মার শান্তি কামনা করি।