এখন সম্পূর্ণ সুস্থ অভিনেত্রী, বন্ধু ও পরিবারের সঙ্গে দার্জিলিং বেড়াচ্ছেন অপরাজিতা আঢ্য
বাংলা টেলিভিশন তথা চলচিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। একগাল মিষ্টি হাসিতে ভরা একটি মুখ টেলিভিশন থেকে চলচ্চিত্র সর্বত্র রাজ করে চলেছেন এক তুড়িতে। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর অভিনয় দক্ষতা কথা বলার ধরণ, এমনকি উপস্থাপনা সবেতেই যেন তিনি ১০ এ ১০। একসময়ের স্টার জলসা অতি জনপ্রিয় একটি সিরিয়াল ‘জল নূপুরে’ পারি নামের একটি চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনের আরও কাছে চলে এসেছেন। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু না থাকলেও তাঁর স্টাইল নিয়ে অনেককিছু বলার আছে বৈকি।
টলিউডে সকলের কাছে তিনি অপাদি হিসেবেই বেশি পরিচিত। কখনও নাচ-গান বা কখনও আবার নিজের ছবির প্রমোশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাঁকে। অপাদি র কিন্তু ফ্যান ফলোয়িংও প্রচুর ৷ আর তাই তো ফ্যানেদের জন্য ইনস্টাগ্রামে তিনি সদা তৈরি।
লকডাউনে বাড়িতে বসে অভিনেত্রী বেশ কিছু ফিল্মের শুটিং সেরেছিলেন। যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কিন্তু, তারপরই লক্ষীপুজোর আগে দিয়ে করোনায় আক্রান্ত হন অভিনেত্রী। কিন্তু করোনা তাঁর সেই মিষ্টি হাসি মলিন করতে পারেনি। তিনি সর্বদাই সাহসের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়ে গেছেন। আর এখন তিনি পুরোদমে কাজে যোগ দিয়েছেন।
তবে, সম্প্রতি অপরাজিতা দার্জিলিং বেড়াতে গেছেন। আর সেখানে গিয়েই নিত্যনতুন ফটোশ্যুট, ভিডিও, স্লোমোশন করে তাক লাগিয়ে দিচ্ছেন ভক্তদের। তবে, তিনি কিন্তু একা যাননি, তাঁর সঙ্গে গিয়েছেন তাঁর পরিবারের সদস্যারা এবং অভিনেত্রীর কলেজ জীবনের বন্ধুরা এবং তাঁদের পরিবার।
সবাইকে নিয়ে বেশ মজার ও হই হুল্লোড়ে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সেখানে কখনও অভিনেত্রীকে একা আবার কখনও সবাইকে একসঙ্গে নিয়ে গ্রুপ ছবি তুলতেও দেখা গেছে। সম্প্রীতি অভিনেত্রীর এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।