মুম্বাই ক্লিনিকে হাজির অনুষ্কা শর্মা, শীঘ্রই বিরাটের ঘরে আসছে খুদে অতিথি
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। নায়িকা ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে আর সেটি হল তিনি ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। আর মাত্র একটা মাস বাকি। আর তারপরই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই এখন ঝলমল করছেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা।
তবে, প্রেগনেন্সি মানেই যে চুপচাপ ঘরে বসে থাকা না তা বারবারই প্রমান করছে বলিউড সেলেব মায়ের। গর্ভাবস্থায়ও শুটিং সেরেছেন অনুষ্কা। আর তার কাজের প্রতি এই নিষ্ঠাকে আপ্লুত হয়েছে অনুরাগীরাও।
অন্তঃসত্ত্বা অবস্থায় আগের চেয়ে অনেকটাই যে, ওজন বেড়েছে তার তা ভালোই বোঝা যাচ্ছে। সম্প্রতি অনুষ্কা ধরা পড়লেন পাপরাজিৎ এর লেন্সে। সম্ভবত মুম্বাইয়ের জুহুর কোন ক্লিনিক থেকে আসছিলেন তিনি। তার পরনে ছিল কালো রঙের একটি ড্রেস। গলায় ছিল মঙ্গলসূত্র। খোলা চুলে মুখে মাস্ক পরে অভিনেত্রী ধরা দিয়েছেন ক্যামেরায়। তবে, যতই সময় এগোচ্ছে ততই যেন প্রেগনেন্সি গ্লো ঠিকরে বেরোচ্ছে অনুষ্কার।
তবে, এই মুহূর্তে বিরাট কাছে নেই অনুষ্কার। সে এখন অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। কিন্তু, জানা গিয়েছে তিনি খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে মুম্বাইতে ফিরবেন। সম্ভবত আর ১ মাস কি দেড় মাসের মাথায় আসতে চলেছে তাঁদের সন্তান। নতুন সদস্য আসার অপেক্ষায় এখন দিন গুনছে দুজনেই। সম্প্রতি অনুষ্কার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।