Advertisement
Entertainment

Annwesha Hazra: ফের পর্দায় ফিরছেন ‘এই পথ যদি না শেষ হয়’-র উর্মি ওরফে অন্বেষা, খুশিতে ডগমগ ভক্তরা

Advertisement
Advertisements

জি-এর হাত ছেড়ে এবার জলসার হাত ধরলেন ছোটপর্দার অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। নতুন ধারাবাহিক নিয়ে আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি। ঊর্মি নামেই সে বেশি পরিচিত সকলের কাছে। জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-তে অভিনয় করে মনজয় করেছেন ভক্তদের। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

Advertisements

এর আগেও ‘কাজললতা’, ‘চুনী পান্না’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন অন্বেষা (Annwesha Hazra)। আর তারপর ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবারহিকে উর্মি (Urmi) নামের চরিত্র তাকে কেরিয়ারের শীর্ষে পৌঁছে দেন। তিনি অভিনয়ে এতটাই দক্ষ যে, শুধু দর্শকেরা নন টলি সেলেবরাও তার অভিনয়ের প্রশংসা করেন। এই অল্প সময়ের কেরিয়ারে তিনি যতটা দক্ষতা অর্জন করেছেন কেরিয়ারে তা সত্যি বিরল।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

বহুদিন হল ‛এই পথ যদি না শেষ হয়’ শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে আর কোনো প্রজেক্টে দেখা যায়নি অন্বেষাকে (Annwesha Hazra)। কিন্তু সাত্যকিকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন প্রজেক্ট ‛মন দিতে চাই’-তে। অনুরাগীরা অপেক্ষা করেছিলেন অন্বেষার ফেরার। আর এবার দর্শকদের মন ভরাতে আবারও একবার টিভির পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। তবে, জি বাংলা নয় এবার জলসার হাত ধরে পর্দায় তার আগমন হতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

শোনা যাচ্ছে যে, সাহানা দত্তের মিসিং ক্রু প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে দেখা মিলবে অন্বেষার। আর তার বিপরীতে দেখা যাবে রিজওয়ান রব্বানি শেখ। যদিও এখনও অফিশিয়াল শিলমোহর পড়েনি কোনো খবরে। তবে, এই খবরে বেশ খুশি অন্বেষার অনুরাগীরা। তবে, ছোটপর্দা ছাড়াও বড়পর্দায় দেখা মিলবে অন্বেষা হাজরার (Annwesha Hazra)। ‛চিনি ২’ সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে তার দেখা মিলবে। পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরে বড়পর্দায় তার ডেবিউ হতে চলেছে।