×
Entertainment

সাপের ছোবল খেয়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন, শুটিং সেটের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী অনামিকা

‛দিদি নাম্বার ওয়ান’-র মঞ্চে এসে শ্যুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। বাংলা চলচ্চিত্র জগতের একসময়ের জাঁদরেল খলনায়িকা হলেন অনামিকা। একসময় চুটিয়ে কাজ করেছেন বড় পর্দায়। নেগেটিভ চরিত্রে তার অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে দর্শকমহলে। পাশাপাশি বেশ কয়েকটি পজেটিভ চরিত্রেও তাকে দেখা গিয়েছে। এককথায় বলতে গেলে সব চরিত্রেই তিনি সাবলীন।

সাপের ছোবল খেয়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন, শুটিং সেটের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী অনামিকা -

আর তার অভিনয় দক্ষতার কারণেই বিন্দু মাসির চরিত্র আজও জনপ্রিয় সকলের কাছে। এই মুহূর্তে বড় পর্দায় তাকে দেখা না গেলেও ছোটপর্দায় দেখা যায়। আর সেই সুবাদে ছোটপর্দারও জনপ্রিয় মুখ তিনি। তবে, কাজের মাঝেই অভিনেত্রী একবার হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। আর সেখানেই জানিয়েছিলেন শ্যুটিংয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা।

সাপের ছোবল খেয়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন, শুটিং সেটের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী অনামিকা -

সিনেমার নাম ছিল ‛নাচ নাগিনী নাচ’। আর নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন যে, ছবিটি সাপের। আর সেই ছবির শ্যুটিং করতে গিয়েই সাপের কবলে পড়েন অভিনেত্রী। অনামিকা বলেন যে, ‛দোতলা বাড়ির সেট। দোতলার বারান্দায় সারি দিয়ে রয়েছে ৩০টা সাপ। আমি নিচে দাঁড়িয়ে। আর আমায় ঘিরে ফণা তুলে রয়েছে সাতখানা সাপ। মাঝে আমায় ঝাঁটা নিয়ে নাচতে হচ্ছে ‛তু চিজ় বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানে’।

সাপের ছোবল খেয়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন, শুটিং সেটের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী অনামিকা -

আর তারপরই অভিনেত্রী আরও বলেছেন যে, ‛তারই মধ্যে একটি সাপ মারল ছোবল। পা ভাগ্যিস ঢাকা ছিল, তাই অল্পের উপর বেঁচে যাই। তবে সাপের বিষে আমার শাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সেই শাড়ি এখনও তোলা আছে আমার’। তবে, বর্তমানে আগের তুলনায় অনেক কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী।