×
Entertainment

বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা, মুহূর্তে ভাইরাল দৃশ্য

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অদ্রিজা রায়। খুব অল্প বয়সেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন সকলের মন। তবে, অদ্রিজা রায় মানে প্রথমেই যেকথা মাথায় আসে সেটি হল স্মার্ট লুক ও ফিটনেস। তাঁর লুক এবং ছিপছিপে চেহারার প্রতি আকৃষ্ট ৮ থেকে ৮০ এর সকল পুরুষ।

তবে, টেলিভিশন এর পাশাপাশি বেশ কিছু ফিল্মেও কাজ করেছেন অদ্রিজা। আর সেখানেও তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। আপাতত টেলি এবং টলি অভিনেত্রী অদ্রিজা রায়ের গ্লামারে কুপোকাত গোটা নেটদুনিয়া। তবে, এত অল্প বয়সেই একজন জনপ্রিয় তারকা হয়ে ওঠার পিছনে রয়েছে তাঁর পরিবার ও অভিভাবকদের অকুন্ঠ সহযোগিতা।

ADVERTISEMENT

অদ্রিজার কাকু আদিত্য রায় হলেন বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেতা। আর তাই অদ্রিজার অভিনয় জগতে আসার ক্ষেত্রে তাঁর কাকার অবদান অপরিসীম। অদ্রিজার আদি বাড়ি দক্ষিনেশ্বরে। তবে, শুটিং এর কারণে তাঁকে বেশিরভাগ সময়ই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকতে হয়।

তবে, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিত্যনতুন ভিডিও ও ফটোশ্যুটে নজর করছে সবার। সাইকেলিং এর ভিডিও হোক বা বোল্ড ফটোশ্যুট সবেতেই নজরকাড়া লুক অদ্রিজার।

সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীকে একটি সিলভার রঙের গাউনে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। হালকা মেকআপে তার লুক রীতিমতো নজর কাড়া। সম্প্রতি তার এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles