কালারফুল মনোকিনিতে সুপার হট লুকে মালদ্বীপের জলে অভিনেত্রী অদ্রিজা, ছবি দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের

মলদ্বীপের সমুদ্রসৈকতে কালারফুল বিকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন টেলি অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন অদ্রিজা। একাধিক ধারাবাহিকে তাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‛মৌ’-য়ের বাড়ি’ ধারাবাহিকে।
বর্তমানে তাকে কালার্স এর ‛দুর্গা অউর চারু’ ধারাবাহিকের অন্যতম মুখ হিসেবে দেখা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন নিশ্চই তার কেরিয়ার গ্রাফ এখন উর্ধমুখী। আর তাই কেরিয়ার যখন উর্ধমুখী তখন ট্যুরও তো কিছু হাটকে হওয়া চাই তাই না? আর তেমনই এবার বাকি সেলেবদের মতো অদ্রিজাও গিয়েছেন মলদ্বীপ ট্যুরে। আর সেখান থেকেই একেরপর এক পোশাকে চড়াচ্ছেন উষ্ণতার পারদ। আর যা দেখে রীতিমতো ঘুম উড়েছে নেটিজেনদের।
অদ্রিজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তার পরণে রয়েছে মাল্টিকালারের মনোকিনি। চোখে সানগ্লাস। নির্জন দ্বীপে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন ‛দিগন্ত নীল’। বরাবরই ছক ভাঙতে ভালোবাসেন অভিনেত্রী। এবারেও তার অন্যথা হয়নি। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন।
কেউ লিখেছেন ‛হটি গার্ল’। আবার কেউ লিখেছেন ‛হটনেস’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অদ্রিজার ছবি।