×
Entertainment

‘আমাদের সুযোগ দিতে বুম্বাদার একটু বসা উচিত’: যশ দাশগুপ্ত

টলিউডের ইন্ডাস্ট্রি তিনি। তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রির এত সাফল্য ভাবাই যায় না। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চই? হ্যাঁ তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। তাকেই কিনা এবার বসে পরার পরামর্শ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)! একটা সময় বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় টক শো গুলির মধ্যে একটি ছিল ‛অপুর সংসার’। অভিনেতা শ্বাশত চ্যাটার্জির (Swswata Chatterjee) পরিচালনায় এই শো-য়ের জনপ্রিয়তা বেড়েছিল হুড়হুড়িয়ে।

'আমাদের সুযোগ দিতে বুম্বাদার একটু বসা উচিত': যশ দাশগুপ্ত -

সেলিব্রেটিদের সঙ্গে একের পর এক গেম ও কথার ছলে নানান জানা-অজানা প্রশ্নের উত্তর মিলতো এই শোতে। সাম্প্রতিক কালে সেই শোয়ের পুরোনো ভিডিও গুলিই একেরপর এক ভাইরাল হয়ে চলেছে। তেমনই একটি পর্বে হাজির হয়েছিলেন টলিউডের অভিনেতা যশ দাসগুপ্ত। সেই সময় যশ ইন্ডাস্ট্রিতে নতুন। আর নুসরতের সঙ্গেও তার কোনো সম্পর্কের সমীকরণ তৈরি হয়নি। আর তাইতো কোনো রাখঢাক ছাড়াই সোজা সাপটা উত্তর দেন অভিনেতা।

'আমাদের সুযোগ দিতে বুম্বাদার একটু বসা উচিত': যশ দাশগুপ্ত -

যেখানে প্রথমেই প্রসঙ্গ ওঠে নুসরতকে নিয়ে। শ্বাশত যশকে বলেন নুসরতকে নিয়ে তার মতামত কি? আর সেইসময় যশ বলেন যে, নুসরত (Nusrat Jahan) সকলকে নিজের বন্ধু অথবা বোনু বলে ডাকে। কিন্তু এমন কি কেউ রয়েছেন যে নুসরতের ভালো বন্ধু না। তারপরই উঠে আসে বিরসা দাসগুপ্তর প্রসঙ্গ। তাতে যশ বলেন যে, শুনেছি বিরসা একটি হরর ফিল্ম বানাচ্ছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব ও মিমি (Dev-Mimi)।

'আমাদের সুযোগ দিতে বুম্বাদার একটু বসা উচিত': যশ দাশগুপ্ত -

কিন্তু বিরসা এতদিন বলেছেন যশ ও নুসরতকে তিনি ভালোবাসেন। তাহলে কি আমাদের প্রতি ভালোবাসা শেষ হয়ে গেল? এদিন ‛অপুর সংসার’-র মঞ্চে এমনই সব প্রশ্ন রেখেছেন অভিনেতা। তবে, এখানেই কিন্তু শেষ নয় যশের প্রশ্নের পালা। তিনি মিমিকে (Mimi Chakraborty) প্রশ্ন করেছেন যে, তার বয়ফ্রেন্ডের নাম কি? তিনি ভারতীয় নাকি তুরস্কের বাসিন্দা? শুধু যশই নয় এ প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন শোয়ের সঞ্চালক শ্বাশত চ্যাটার্জিও।

তবে, নিজের পছন্দের নায়ক হিসেবে বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জিরই নাম নেন যশ। যদিও তারপরেই বলেন যে, সাড়ে তিনশোরও বেশি ছবিতে কাজ করার পরেও প্রসেনজিতের এত খিদে কেন? কিছুদিন বসে গিয়ে তাদের মতো নতুনদের সুযোগ দেওয়া উচিত বলেই মত অভিনেতার। সম্প্রতি এই ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।