×
EntertainmentTrending

একসঙ্গে ফের পর্দায় ফিরছে যশ-মধুমিতা, বেজায় খুশি দর্শকরা

বাংলা সিরিয়ালের পাখি আর অরণ্যকে কেই না চেনে। একসময় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝেনা তে কুমারী পাখি ঘোষ দস্তিদার ও অরন্য সিংহ রায় ছিল সকলের প্রিয়। টি আর পি তে ছিল সবার সেরা। তবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল সিরিয়াল। আর সেই নিয়ে দর্শকদের মনে আফসোসের শেষ নেই। তবে, তারপরে কেটে গেছে অনেকগুলো বছর।

পাখি ওরফে মধুমিতা এবং অরণ্য ওরফে যশ দুজনেই এখন প্রথম সারির নায়ক এবং নায়িকা। তবে, তাদের ছবির নায়ক বা নায়িকা অন্য কেউ। তবে, সম্প্রতি মধুমিতা একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তার তাতেই কুপোকাত পুরুষরা।

ADVERTISEMENT

উষ্ণতা ছড়াতে মধুমিতা যে সিদ্ধহস্ত তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর রূপ এবং স্টাইলে এবার বলি অভিনেত্রীদেরও হার মানাবেন এই বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁর ছিমছাম চেহারার ফটোশুটে প্রতিনিয়তই নজর কাড়ছে নেটিজেনদের। সাহসী ফটোশুট থেকে শুরু করে ভিডিও সবেতেই ভক্তদের পাগল করে দিছেন এই টলি ডিভা।

তবে, এবার আসা যাক আসল কথায়। সিরিয়াল শেষ হয়ে গেছিল বলে যাদের মন খারাপ হয়েছিল তাদের জন্য রয়েছে খুশির খবর। এবার ফ্যানদের আশা পূরণের পথে। তাঁদের দুজনকে আবারও একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা।

এস.ভি.এফ এর তরফ থেকে সেই সু-খবর ই জানানো হয়েছে। এস ভি এফ এর হাত ধরেই আবার একসঙ্গে পর্দায় ফিরছে বাঙালীর ভালোবাসার জুটি অরণ্য -পাখি। আর এই খবরে রীতিমতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। খবর ছড়াতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবার তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষাতেই রয়েছে দর্শকরা।

ADVERTISEMENT

Related Articles