×
EntertainmentNews

ছেলের মৃত্যুতে অর্ধেক জীবন শেষ! হৃদরোগে আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা সুশান্তের বাবা

বিশ সাল যখন নিজের পরিচয় দিচ্ছে আসলেই সে কতোটা বিষ। একের পর এক দুসংবাদের সাথে যখন মানুষের ঘুম ভাঙছে প্রতি সকালে। তখন আসে আর এক দুসংবাদ সুশান্ত অনুরাগীদের জন্য। এই সংবাদ যেন সবাইকে করে তোলে সুশান্ত অনুরাগী। সবাই ঢলে পরে তাঁর মৃত্যুশোকে। গত ১৪ ই জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আত্মঘাতী হন। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছিল তাঁর ফ্ল্যাট থেকে।

বছর শেষ হতে চললো অথচ তাঁর মৃত্যুরহস্য ভেদ হলোনা এখনও। মৃত্যুর তদন্ত করতে গিয়ে সামনে এসেছে বলিউডের অনেক গোপন অপরাধ। জানা গেছে অনেক না জানা তথ্য। বলিউডে নাকি আছে নেপোটিজম, ফেভারিটজম। তারপর বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী ওরফে স্টারকিডদের একঘরে করতে শুরু করেন সুশান্ত প্রেমী অনুরাগীরা।

ADVERTISEMENT

এই প্রতিভাশালী তারকাকে নাকি বলি হতে হয়েছে নেপোটিজমের হাতে। তবে এটি মৃত্যু না খুন তার রহস্য সমাধানে দিন রাত এক করে দিচ্ছে সিবিআই, এনসিবি ও ইডি৷ তবে তদন্তকারী সংস্থারা এখনও কোনও সমাধানসূত্র খুঁজে পায়নি৷ অন্যদিকে সুশান্তের ভক্তরা আজও সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর পিছনের আসল কারণ এবং তাঁর অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তাঁদের শাস্তি চেয়ে প্রোটেস্ট করে যাচ্ছে। এদিকে সতেজ ফুটফুটে ছেলেকে হারিয়ে ভেঙে পরেছে পুরো পরিবার। বাবার আগে ছেলের চলে যাওয়া এখনো মেনে নিতে পারছেনা কে কে সিং। তবু ছেলেকে ন্যায় দেওয়ার জন্য বাবা কষ্ট পেলেও শক্ত হয়ে থাকার চেষ্টা করেছেন। কে কে সিং জানিয়েছেন,” সুশান্ত আত্মহত্যা করতে পারেনা। তাকে খুন করা হয়েছে। তাই আইনের কাছে আর্জি একটাই ছেলের মৃত্যুর ন্যায় বিচার”।

ছেলের ন্যয়বিচারের অপেক্ষায় কে কে সিং দিন গুনছেন। এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কে কে সিং। ফরিদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হৃদরোগের চিকিৎসার জন্যই হাসপাতালে তিনি ভর্তি বলেই জানা গেছে। আপাতত তিনি ভালো আছেন।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেডে শুয়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। সুশান্তের বাবার একপাশে দেখা যাচ্ছে মেয়ে প্রিয়াঙ্কাকে এবং অপর পাশে রয়েছেন মিতু সিং। তবে ওই ছবি দেখে বোঝা যাচ্ছে কে কে সিং এখন বেশ সুস্থ আছেন। তিনি বেডে সার্জিকাল মাস্ক পরিহিত অবস্থায় শুয়ে আছেন। ছবিতে আরো দেখা যাচ্ছে তাঁর দুই মেয়েকে বেশ হাসি হাসি মুখে বাবার পাশে রয়েছেন। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শেয়ারের সাথে সাথে দেখা মাত্রই উদ্বিগ্ন সুশান্তের অনুরাগীরা। সকলেই তাঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ADVERTISEMENT

Related Articles