ফের বলিউডে করোনার থাবা, আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা সানি দেওয়াল
বলিউডের একজন প্রথম সারির নায়ক হলেন সানি দেওল। তাঁর অভিনয় দিয়ে সে জয় করে নিয়েছে সকলের মন।নব্বইয়ের দশক থেকে একের পর এক হিট ছবি যা দর্শকদের মনে চির অমলীন হয়ে আছে। অভিনেতার পাশাপশি তিনি একজন বিজেপি সাংসদও বটে।
সম্প্রতি কুলু-মানালির ফার্ম হাউসে বিশ্রাম নিয়ে মুম্বাই ফেরার ঠিক আগের মুহূর্তে করোনা পজিটিভ হয় এই বলিউড অভিনেতার। আপাতত তিনি মুম্বাই ফিরতে পারছেন না। আর সেই কারণেই তাকে এখন কিছুদিন মানালিতেই আইসোলেশনএ কাটাতে হবে।
৬৪ বছর বয়সী এই অভিনেতার সম্প্রতি অস্ত্র প্রচার হয়েছে। আর সেই কারণেই সে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে মানালির কাছে ফার্মহাউসে আসেন। কিন্তু, ফেরার আগের মুহূর্তেই তিনি করোনায় আক্রান্ত হন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কারণে তিনি এই মুহূর্তে বিমানে ছড়ার অনুমতি পাবেন না। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্থি সানি দেওলের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জানান।
সূত্রের খবর সানি দেওলের হাতে এখন আপনে ২ এর কাজ রয়েছে। অভিনেতা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারেন সেই প্রাথনাই এখন করছে তাঁর অগণিত ভক্তরা।