হবু স্ত্রী কিয়ারার একটি কাজ বারংবার কষ্ট দেয় সিদ্ধার্থকে! অভিযোগ ‘শেরশাহ’ খ্যাত অভিনেতার

অভিনয় যার পেশা তাকে তো এটা করতেই হবে। কিন্তু তারপরেও কিয়ারার (Kiara Advani) এই কাজে কষ্ট পান সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। রাত পোহালেই রাজস্থানের পথে কিয়ারা ও সিদ্ধার্থ। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা জুটি। ইতিমধ্যেই সেজে উঠেছে বিয়ের আসর। যদিও বিয়ে নিয়ে এখনও দুই তারকার মধ্যে কেউই মুখ খোলেননি।
কিন্তু তাতে কি? বিয়ের কোনো খবরই চাপা নেই। বিয়ের প্রসঙ্গ সিদ্ধার্থ একাধিকবার এড়িয়ে গিয়েছেন। তার বক্তব্য তিনি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চান না। কিন্তু হবু স্ত্রী কিয়ারাকে নিয়ে মুখ খুলতে কিন্তু একবারও পিছপা হলেন না অভিনেতা। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল কিয়ারার কোন বিষয়টা তার পছন্দ নয়।
আর সেই উত্তরে সিদ্ধার্থ জানিয়েছিলেন যে, কিয়ার যখন কাঁদে তখন তার একেবারেই পছন্দ হয়না। যেসব চরিত্রেই কিয়ারার চোখে জল থাকে তাতেই তিনি কষ্ট পায়। আর যথারীতি সিদ্ধার্থর এই উত্তর মন কেড়েছিল ভক্তদের। যদিও সিদ্ধার্থর এই কথার প্রসঙ্গে কিয়ার কোনো উত্তরই দেয়নি। আসলে অভিনয় যাদের পেশা তাদের তো পেশার খাতিরে অনেক দৃশ্যই ফুটিয়ে তুলতে হয়।
আর তাতে কিয়ারার চোখে জল আসাটাই স্বাভাবিক। তবে, সিদ্ধার্থর এই কথা একটা কথাই প্রমান করে যে, তাদের দুজনের মধ্যেকার সম্পর্কের গভীরতা ঠিক কতখানি। সম্প্রতি কিয়ারাকে নিয়ে সিদ্ধার্থর এই কথাই প্রকাশ্যে এসেছে।