×
Entertainment

স্পেশাল অফিসার হয়ে মিঠাইতে এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা, তাহলে কি আর দেখা যাবে না রুদ্রকে?

এবার উল্টোপুরান! এতদিন মিঠাই খ্যাত অভিনেতারা একে একে যাচ্ছিলেন পিলু তে। আর এবার পিলুর রঙ্গন এন্ট্রি নিতে চলেছে মিঠাই তে। কোনো গুজব নয় এ একেবারে সত্যি খবর। রঙ্গন ওরফে অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্টের মাধ্যমে এই সুখবর দেন। স্পেশাল অফিসার সুদীপ্ত রায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

মিঠাই (Mithai) থেকে সোম এখন পুরোপুরি গায়েব। পিলু তে মল্লার চরিত্র নিয়ে পুরোদমে ব্যস্ত সে। এমনকি নীপার রুদ্র দাকেও পিলুতে দেখা গিয়েছে। তবে, এবার পুরোপুরি ঘটলো অন্যঘটনা। এবার পিলু ধারাবাহিকের অভিনেতাকেই দেখা যাবে মিঠাই তে। তবে খুব বেশি দিনের জন্য নয়। ক্যামিও অ্যাপিয়ারেন্সেই রুদ্রজিৎকে দেখা যাবে মিঠাই তে। সম্প্রতি নতুন প্রোমোতে দেখা গিয়েছে গোটা মনোহরা সংকটে।

ওমি বলছে ‛আর দু মিনিটের মধ্যে আমি টাইম বোমা দিয়ে গোটা মনোহরা উড়িয়ে দেব। মিঠাই এন্ড সিড আলবিদা’। ওদিকে বোমার সামনে কাঁচি হাতে দাঁড়িয়ে সিড। সঙ্গে রয়েছে মিঠাই সহ গোটা পরিবার। সিড ভেবে উঠতে পারছে না কোন তারটা কাটবে। আর তাই মিঠাইকে প্রশ্ন করছে। ‛কোন তারটা কাটবো বলোতো মিঠাই…লাল টা না হলুদ টা? ভুল তার কাটলে কিন্তু সবাই শেষ হয়ে যাবো’।

সিডের (Sid) কথা শুনে মিঠাই রানীও চিন্তায় পরেছে। একমাত্র ভরসা এখন গোপাল। আর তাই গোপালের স্মরণ নিয়ে মিঠাই বলছে ‛গোপাল তুমি পথ দেখাও গোপাল’। তারই মাঝে দেখা যাচ্ছে মনোহরায় রং পাল্টাছে। আর সেটা দেখে সকলেরই ধারণা যে, পরিবারের কেউ বোমাতে আহত না হলেও মনোহরা ক্ষতিগ্রস্ত হবে। আর এই কেসের তদন্ত করতেই স্পেশাল অফিসার সুদীপ্ত রায় হয়ে এন্ট্রি নেবে রুদ্রজিৎ।