×
Entertainment

বউকে ফেলে ফের বিয়ে করলেন অভিনেতা ঋষি কৌশিক! কনের সাজে বাংলাদেশী অভিনেত্রী

ধারাবাহিক দুনিয়ার খুব জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। স্টার জলসার ‘এখানে আকাশ নীল’ দিয়ে তার প্রথম আত্মপ্রকাশ। তারপর ‘ইষ্টি কুটুম’ এ অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। বর্তমানে ঋষি কৌশিক ”কোড়াপাখি” ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি এর মধ্যে রটে যায় ঋষি কৌশিক নাকি বাংলাদেশে‌ একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

একটি ছবিতে তো দেখা যাচ্ছে গলায় মালা এবং বর বেশে ঋষি। আর পাশে কনের সাজে বসে আছে। এই নিয়ে শুরু হয় ঘোর জল্পনা। এই প্রথম নায়ক হিসেবে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। সিনেমার নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় কাজ চলছে এখন৷

ADVERTISEMENT

তাই সেই নাটকের দৃশ্য অভিনয়ের সূত্রেই সাফার গলায় মালা দিলেন ঋষি কৌশিক। অভিনেতাকে তার প্রথম সিনেমার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন অভিনয়ের জন‍্য এই প্রথম বার তিনি বাংলাদেশে যান এবং বাংলাদেশি নাটকেও তাঁর প্রথম কাজ।

পশ্চিমবঙ্গের কাজের সঙ্গে অনেক মিল ও পাচ্ছেন। আর বাংলাদেশ অভিনেত্রীর সাথে কাজ করে বেশ আনন্দিত। প্রসঙ্গত, ঋষি কৌশিক কিন্তু বাস্তবে বিবাহিত। তবে তার স্ত্রী একজন অভিনেত্রী। তবে সে বাংলাদেশ না, ভারতেরই অভিনেত্রী

ADVERTISEMENT

Related Articles