×
Entertainment

‘হরোগৌরী স্পাইস হোটেল’-এ এন্ট্রি নিতে চলেছেন এই জনপ্রিয় নায়ক, রইল গল্পের মোড় ঘোরানো প্রমো

দেড় দশক পর ফের ফিরলো ‛চিরদিনই তুমি যে আমার’-র স্মৃতি। কি বুঝতে পারছেন না নিশ্চই? ধৈর্য ধরুন খোলসা হবে পুরোটাই। বর্তমানে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛হরগৌরী পাইস হোটেল’। যীশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি এই ধারাবাহিক অল্প সময়ের মধ্যেই মনজয় করেছে দর্শকদের। সম্প্রতি এবার এই ধারাবাহিকের পর্দায় আসতে চলেছে নতুন টুইস্ট।

'হরোগৌরী স্পাইস হোটেল'-এ এন্ট্রি নিতে চলেছেন এই জনপ্রিয় নায়ক, রইল গল্পের মোড় ঘোরানো প্রমো -

এই সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছে টলি ও টেলি দুনিয়ার জনপ্রিয় এক অভিনেতা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তারই প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, ঐশানির হাত ধরে শঙ্করের বাড়িতে হাজির হয়েছে এক ব্যাক্তি। যাকে দেখেই বোঝা যাচ্ছে যে, সে ভারসাম্যহীন। মুখ ভর্তি দাড়ি, উসকো-খুসকো চুল, সারা গায়ে ময়লা। তাকে বাড়িতে আনতেই সকলে প্রশ্ন করে এ কে?

'হরোগৌরী স্পাইস হোটেল'-এ এন্ট্রি নিতে চলেছেন এই জনপ্রিয় নায়ক, রইল গল্পের মোড় ঘোরানো প্রমো -

তখনই ঐশানী জানায় যে, খাবারের জন্য রাস্তায় মার খাচ্ছিল ওই ব্যক্তি। আর তাই তাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরপরই ওই ভারসাম্যহীন ব্যাক্তি শঙ্করের পাত থেকে মাছের মুড়ো তুলে খেতে শুরু করে। আর বলে ‛মা তুমি আমার জন্য মাছের মুড়ো রেঁধে রেখেছিলে’। আর এই শুনে তো সকলে অবাক। তারপরই শঙ্করের মা বলে ওঠে ‛বড় খোকা’। তাহলে সকলেই বুঝতেই পারছেন যে, এটাই আসলে শঙ্করের বড় দাদা।

'হরোগৌরী স্পাইস হোটেল'-এ এন্ট্রি নিতে চলেছেন এই জনপ্রিয় নায়ক, রইল গল্পের মোড় ঘোরানো প্রমো -

তবে, এই ভারসাম্যহীন ব্যক্তিকে দেখে কারোর নিশ্চই বুঝতে অসুবিধা হয়নি এই ব্যাক্তি আসলে কে? তিনি হলেন টলি ও টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। এর আগে স্টার জলসার পর্দায় ‛দেশের মাটি’ ধারাবাহিকে তাকে রাজা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর জি বাংলার পর্দায় ‛লালকুঠি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। যদিও সিরিয়ালটি তেমন একটা সাফল্য অর্জন করতে পারেনি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

কিন্তু ‛হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে রাহুলের এই লুক ‛চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় পল্লবীর জন্য পাগল কৃষ্ণর লুকের কথা মনে করিয়ে দেয়। এবার দেখার পালা এই ধারাবাহিকে রাহুলের চরিত্র কতটা মনজয় করতে দর্শকদের।