Entertainment

‘এই এত্তটা ভালোবাসি’, অবশেষে রুকমাকে ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করলেন রাহুল বন্দোপাধ্যায়

Advertisement

Rahul-Rooqma অবশেষে প্রকাশ্যে প্রেমের স্বীকারোক্তি রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। অকপটে অভিনেতা স্বীকার করলেন ভালোবাসার কথা। এতদিন একে অপরের ভালো বন্ধু বলেই জনসমক্ষে জানিয়েছেন রাহুল-রুকমা (Rahul-Rooqma)। যদিও তার কেমিস্ট্রি দেখে নেটিজেনদের সন্দেহ ছিল, ডালমে কুছ তো কালা হ্যায়। সেই জল্পনায় সত্যি হলো।

‘এই এত্তটা ভালোবাসি’, অবশেষে রুকমাকে ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করলেন রাহুল বন্দোপাধ্যায়

‘দেশের মাটি’ সিরিয়ালে প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধেন রাহুল-রুকমা। রাজা-মাম্পি (Raja-Mampi) জুটির রসায়ন দর্শকদের এতই পছন্দ হয় যে ধারাবাহিকের মুখ্য জুটির থেকেও তারা বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। তাই দেশের মাটি শেষ হয়ে যাওয়ায় তাদের অনুরাগীরা ব্যাপক মন খারাপ করেছিল। কিন্তু সম্প্রতি এই জুটি আবারও ফিরেছেন জি বাংলার ‘লালকুঠি’ সিরিয়ালে। এখানে তারাই মুখ্য চরিত্র।

‘এই এত্তটা ভালোবাসি’, অবশেষে রুকমাকে ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করলেন রাহুল বন্দোপাধ্যায়

তাদের জুটি আবারও জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। এরই মধ্যে রুকমার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভালোবাসার কথা বললেন রাহুল। রুকমা রায়ের গালে আদুরে চুম্বন দিয়েছেন রাহুল। যা অবাক করেছেন অভিনেত্রীকে। কিছুটা বিস্ময়, কিছুটা আনন্দ ধরা পড়েছে অভিনেত্রীর মুখে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘এই এত্তটা ভালোবাসি’।

এই পোস্ট দেখে আনন্দে একেবারে গদগদ তাদের অনুরাগীরা। ভালোবাসায় ভরিয়েছেন তাদের জুটিকে। এমনকি শুভেচ্ছাও জানাচ্ছেন তাদের ভক্তরা। তবে এই ভালোবাসা কি বন্ধুত্বের ভালোবাসা নাকি প্রেমিক-প্রেমিকার ভালোবাসা! সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে এখনও।