সুখবর, সম্পূর্ণ সুস্থ হয়ে ফের অভিনয়ে ফিরলেন মোহর সিরিয়ালের ‘শঙ্খ’
মোহর ধারাবাহিকের শঙ্খ ওরফে প্রতীক সেনকে কেই না চেনে। রাত ৮ টা বাজলেই স্টার জলসার পর্দায় সকলের প্রিয় শঙ্খকে দেখতে মুখিয়ে থাকে দর্শকরা। তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সে জিতে নিয়েছেন সকলের মন।
তবে, কিছুদিন আগেই ঘটেছিল ছন্দপতন। হঠাৎই অসুস্থ হয়ে পরে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। যার ফলে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করতে হয়েছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছিল আচমকাই রক্ত চাপের সমস্যা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিল অভিনেতা। তবে, সম্প্রতি পাওয়া গিয়েছে খুশির খবর। সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সেটে ফিরলেন সকলের প্রিয় শঙ্খ।
যেই মুহূর্তে সিরিয়ালের টিআরপি চড়ছিল সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েছিল অভিনেতা। আর এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পরে যায় নেট দুনিয়ায়।
তবে, আবারও সুস্থ হয়ে অভিনেতা সেটে ফেরায় প্রাণ ফিরেছে সবার। তাঁদের প্রিয় অভিনেতাকে আবারও টিভির পর্দায় দেখতে পাবে ভেবে উৎসুক সকলে।