×
EntertainmentViral Video

চলন্ত সিঁড়িতে জমিয়ে প্রেম করছেন ‘কৃষ্ণকলি’র নিখিল, তুমুল ভাইরাল ভিডিও

নীল ভট্টাচার্য অভিনয় জগতে প্রথম পা ফেলেন স্টার জলসার ধারাবাহিক ঠিক যেন লাভ স্টোরি থেকে। তারপর তিনি স্ত্রী তে অভিনয় করেন এবং এখন জনপ্রিয় সিরিয়াল জি বাংলায় কৃষ্ণকলি তে করছেন। এ তিনটে সিরিয়াল দিয়েই মানুষের মন জয় করে নিয়েছেন খুব সহজেই। মানুষের কাছ থেকে পেয়েছেন অপার ভালোবাসা ও।

সোশ্যাল মিডিয়া ফলো করলেই বোঝা যায় নিলের ফ্যান ফলোইং ঠিক কতটা। শুধুমাত্র টিভি সিরিয়াল এই নয় ইনস্ট্রাগ্রাম হোয়ালে একের পর এক ভিডিওতে মানুষকে মুগ্ধ করে রেখেছেন এই নীল ভট্টাচার্য।

ADVERTISEMENT

অন্যদিকে তার প্রেমিকা তৃনা সেও কিছু কম যায় না। তৃণা সাহা ওরফে গুনগুন, আসলে এখন সমস্ত বাঙালি দর্শকরা তাকে গুন গুন নামেই চেনে। খোকাবাবু ,কলের বউ খরকুটো এই সমস্ত ধারাবাহিকে অভিনয় করে তিনি উন্নতির চরম শিখরে পৌঁছেছেন। এখন সিরিয়ালের সাথে সাথে উনি অনির্বাণের পাশে ডিটেকটিভ সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি নিজের ফিটনেস ডায়েট এবং অভিনয় প্রতি ভীষণ কনর্সান।

নীল এবং তৃণার পরিচয় প্রায় 10 বছরের। একই ফ্রেন্ড সার্কেল থেকে একে অপরকে চেনা এবং তারপর দুজনেই দুজনের প্রেমে পড়েন। এতদিন টিক টক এ দেখা যেত তাদের প্রেমালাপ, কিন্তু এখন টিকটক বন্ধ হয়ে যাওয়ার ফলে ইনস্টাগ্রামে রিল ভিডিওতে দেখা যাচ্ছে তাদের প্রেম পর্ব। সম্প্রতি পুজোর সময় সালের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। সেখানে দুজনকে প্রেমিক-প্রেমিকার চরিত্রেই দেখা গিয়েছিল। ইনস্টাগ্রাম থেকে আরও একটি ভিডিও বেশ জনপ্রিয়তা পায়। যেখানে দেখা যাচ্ছে একটি ব্ল্যাক ওয়ান পিস পরিহিত অবস্থায় রয়েছেন তৃনা এবং সবুজ রঙের পাঞ্জাবি পরে রয়েছেন নীল।

চলন্ত সিঁড়িতে দুজন দুজনের হাত ধরে এক ধাপ করে নামছেন এবং হঠাৎ করে দুজনে একসাথে বসে পড়েন সিঁড়িতে এবং তারপর দুজন দুজনের সাথে খুনসুটিতে মেতে উঠলেন। এভাবেই তারা সারাজীবন দুজনের হাত ধরে রাখতে চান আর এইভাবে খুনসুটিতে সারা জীবন কাটিয়ে দিতে চান।

ADVERTISEMENT

Related Articles