EntertainmentTrendingViral Video
রাস্তার অসহায় কুকুরদের পেট ভর্তি খাওয়ালেন ‘কৃষ্ণকলি’র নিখিল, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়
কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীলকে এখন কেইনা চেনে। তাঁর অভিনয় মন ছুঁয়ে গেছে সকল দর্শকদের। স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে তাঁর টেলিভিশন পর্দায় অভিষেক হয়।
আর তারপর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘স্ত্রী’ তে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। তাঁর ভক্তের সংখ্যা যে হাতে গুনে শেষ করা যাবে না তা সোশ্যাল মিডিয়ায় উকি মারলেই বোঝা যায়।
কখনও ভিডিও কখনও বা ছবি এই দিয়েই সকলকে মুগ্ধ করে রেখেছেন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও যে বেশ সক্রিয় অভিনেতা তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তিনি একটি ভিডিও তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তাকে দেখা যাচ্ছে কুকুরদের খাওয়াতে। সঙ্গে রয়েছে তার কোনো সহকর্মী বা বান্ধবী বা দিদি। সম্প্রতি তাঁর এই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।