মিঠুনের মেয়ে দিশানীর ছবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া, তুমুল ভাইরাল বোল্ড ছবি
বাংলা চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় একজন অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী। টলিউড বলুন বা বলিউড দু ক্ষেত্রেই তার সমান প্রতিপত্তি। বলিউডের ডিস্কো ড্যান্সার হিসেবে তাঁকে কেই না চেনে। এবার তার মেয়ে দিশানি চক্রবর্তীর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তার এই ছবির জন্যই এবার তিনি খবরের শিরোনামে এসেছেন। তার ছবি দেখলেই বোঝা যায় তিনি যতখানি সুন্দর ঠিক ততখানিই স্টাইলিশ। সম্প্রতি তিনি তাঁর নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তাতে তাকে কখনও একান্তে বসে মোবাইলের সঙ্গে ভাব জমাতে দেখা যাচ্ছে।
কখনও আবার কিছুটা বোল্ড লুকের ধরা দিচ্ছেন ক্যামেরায়। আবার কখনও সমুদ্রে সৈকতে একটু অন্য ভঙ্গিমায় ধরা দিচ্ছেন নিজেকে। তার এই ছবি পোস্ট হওয়া মাত্রই তুমুল গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর হবে নাই বা কেন তিনিও তো বাবার মতোই নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করতে চান।
তবে, সূত্রের খবর মিঠুন কন্যা নাকি সালমান খানের বিরাট ভক্ত। দিশানি অভিনয় জগতে পা রাখার জন্য নিউইয় কের ফিল্ম একাডেমিতে অভিনয়ের উপরও কোর্স করেছেন। সে নাকি শর্টফিল্মেও কাজ করেছেন। তবে, তার মূল লক্ষ হল বলিউড। আর সেই কারণেই সে নিজেকে প্রস্তুত করে চলেছেন। তবে, তার এই ফটোশ্যুট দেখে একথা স্পষ্ট যে, ভবিষ্যতে সেও অনন্য অভিনেত্রীদের মতো সকল পুরুষদের ঘুম কাড়তে আসছে।