যিশু সেনগুপ্তের স্ত্রীকে চেনেন? অভিনেতার কাছের মানুষ তিনি, রইলো তার ছবি!
বাংলা চলচ্চিত্র জগতে অতি জনপ্রিয় একটি মুখ যীশু সেনগুপ্ত। অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মন জয় করে নিয়েছিল অনেকদিন আগেই। পাশাপাশি সারেগামাপা এ তার সঞ্চালনাও রীতিমতো নজর কেড়েছে সবার।
১৯৭৭ সালে ১৫ মার্চ অন্ধ্রপ্রদেশের মোগলথুর এ জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। তবে, ডাক নাম যীশু নামেই তিনি অধিক পরিচিত। যীশু প্রধানত একজন ক্রিকেটার ছিলেন। যিনি সাব জুনিয়র খেলায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতেন।
কিন্তু বাংলা চলচ্চিত্র শিল্পে তার ক্যারিয়ার তৈরিতে তিনি অনেক বেশি আগ্রহী ছিলেন। তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান, বাংলা মেগা সিরিয়াল মহাপ্রভু তে। সেখানে প্রধান অভিনেতা চৈতন্য মহাপ্রভু’র চরিত্রে তিনি অভিনয় করেন।
তিনি সমসাময়িক বাংলা টেলিভিশনে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০০৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলা চলচ্চিত্র শিল্পের আর এক অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনার সঙ্গে। নীলাঞ্জনাও একজন অভিনেত্রী।
তবে, অনেকদিন আগে থেকেই নীলাঞ্জনা নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনয় জগত থেকে। যীশু এবং নীলাঞ্জনার দুই কন্যা সন্তান। বড় মেয়ের নাম সারা সেনগুপ্ত ও ছোট মেয়ের নাম জারা সেনগুপ্ত। শুধুমাত্র বাংলা নয়। হিন্দি ছবিতেও যীশুর অভিনয় নজর কেড়েছে সবার।