×
EntertainmentNews

শুটিং থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেতা দেব! শোরগোল সোশ্যাল মিডিয়ায়

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন দেব। তাঁর আসল নাম দীপক অধিকারী। অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে তাঁর অভিনয় জগতের হাতেখড়ি। তাঁকে দেখার জন্য মেয়েরা পাগল। এখন তিনি একজন সিনেমার সফল প্রধান অভিনেতা।

১৯৮২ সালের ২৫ ডিসেম্বর মুম্বাইতে তাঁর জন্ম হয়। তাঁর ডাক নাম রাজু। অভিনয়ের পাশাপাশি তিনি পার্লামেন্টের একজন সদস্যও। সম্প্রতি একটি খবর নিয়ে বেশ শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই খবরটি হল সোমবার বিকেলে অভিনেতা সাংসদ দেব এর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

ADVERTISEMENT

আর তারপর থেকেই শুরু হয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল। তাঁদের প্রিয় অভিনেতা ভালো আছেন নাকি, ঠিক আছেন নাকি, কেমন করে এসব হল এই সবখবরই ঘুরপাক খাচ্ছে। তবে, অবশেষে তিনি নিজেই এসে জানালেন আসল ঘটনাটি। ঘটনাটি হল চন্দ্রকোণা রোডের ডুকিতে পথ দুর্ঘটনার শিকার হয়েছে অভিনেতা-সাংসদ দেবের গাড়ি।

তবে, সেই গাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। কেউ সেই গাড়িতে ছিলেন না। জানা গিয়েছে, তিনি চন্দ্রকোণা রোডের প্রয়াগ ফিল্ম সিটিতে তাঁর পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য গিয়েছিলেন।আর শ্যুটিং স্পটে বিভিন্ন প্রয়োজনে একাধিক গাড়ি রাখা হয়েছিল। ঠিক একই ভাবে দেবের গাড়ি রাখা ছিল। আর তেমনই একটি গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে। শুটিং স্পটের গাড়ি দেখেই হইচই পড়ে যায় চারিদিক।

কিন্তু, দেব নিজেই একটি স্ক্রিনশর্ট নিয়ে টুইট করে জানান যে, খবরটি ভুয়ো। তিনি পুরোপুরি সুস্থ আছেন। এমনকি তার গাড়িরও কোনো ক্ষতি হয়নি।

ADVERTISEMENT

Related Articles