×
Entertainment

Debina Bonnerjee: প্রথম সন্তানের বয়স মাত্র চার মাস, এরমধ্যেই ফের অন্তঃসত্ত্বা অভিনেত্রী দেবিনা ব্যানার্জী

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি

Debina Bonnerjee Pregnancy: প্রথম সন্তান জন্মের চার মাসের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা হলেন জনপ্রিয় টেলিভিশন তারকা দেবিনা ব্যানার্জি (Debina Bonnerjee)। ২০০৮ সালের ‛রামায়ণ’ নামের একটি ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন কলকাতার দেবিনা। অন্যদিকে এই ধারাবাহিকেই রামের চরিত্রে দেখা মিলেছিল ভাগলপুরের গুরমিতের। সিরিয়াল করতে করতেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর তারপর ২০১১ নাগাদ বিয়ে হয় দুজনের।

রেজিস্ট্রি ম্যারেজ করেই দুজনে একসঙ্গে মুম্বাইতে থাকতেন। যদিও পরে বৈদিক মতে বিয়ে করেন। বহু ধারাবাহিকেই একসঙ্গে কাজ করেছেন দেবিনা ও গুরমিত। আর তার সুবাদে দুজনেই বেশ পরিচিত দর্শক মহলে। বিয়ের দশ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। মেয়ের নাম রাখেন লিয়ানা। তাদের মেয়ের বয়স মাত্র ৪ মাস। আর এরই মাঝেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন এই তারকা দম্পতি।

যদিও চিকিৎসকদের মতে দুটি সন্তানের মাঝে ফারাক রাখা উচিত ৪ বছর। আর তাতে প্রথম সন্তান সঠিক ভাবে বেড়ে ওঠে। কিন্তু দেবিনা-গুরমিতের ক্ষেত্রে বিষয়টি পুরোটাই বদলে গিয়েছে। ৪ বছর নয় বরং ৪ মাসের বেলাতেই  দ্বিতীয় সন্তান আসার খবর দিলেন তারকা দম্পতি। সম্প্রতি দেবিনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যা দেখে স্পষ্ট তার মা হওয়ার খবর।

 

View this post on Instagram

 

A post shared by Debina Bonnerjee (@debinabon)

এমনকি অভিনেত্রী ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, ‛কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়। যা কোনোভাবে বদলানো যায় না। এটিও তেমন এক আশীর্বাদ। আমাদের সম্পুর্ন করতে খুব তাড়াতাড়ি সে আসছে’। সম্প্রতি দেবিনার করা এই পোস্টই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।